স্কুল বাস ওভারটেক করলে গুনতে হবে দুই লাখ টাকা

২৩ আগস্ট : সৌদি আরবে স্কুলবাস ওভারটেক করলে চালকদের ছয় হাজার রিয়াল পর্যন্ত জরিমানা করা হবে বলে সতর্ক করে দেওয়া হয়েছে, ভারতীয় মুদ্রায় যা প্রায় দুই লাখ টাকারও বেশি।

দুবাইভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের প্রতিবেদনে আরও বলা হয়, সৌদি ট্রাফিক বিভাগ জানিয়েছে স্কুলবাস ওভারটেক করলে চালকদের তিন থেকে ছয় হাজার রিয়াল পর্যন্ত জরিমানার মুখোমুখি হতে হবে। আর এই বিধান চালু করা হচ্ছে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতেই। নতুন শিক্ষাবর্ষ শুরু হওয়ার পর সৌদিতে গত রবিবার প্রায় ৫১ দিনের গ্রীষ্মকালীন ছুটি শেষে পাঁচ লাখের বেশি শিক্ষক, প্রশাসনিক কর্মী এবং সুপারভাইজার তাদের দায়িত্বে ফিরে এসেছেন।

Author

Spread the News