মানব পাচার : দশটি রাজ্যে  এনআইএর অভিযান, শিলচর-হাইলাকান্দি থেকে গ্রেফতার ৫

৮ নভেম্বর : মানব পাচার মামলায় অসম সহ ১০টি রাজ্য জুড়ে অভিযান শুরু করেছে জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)। বুধবার দশটি রাজ্যের সঙ্গে অসমের শিলচর ও হাইলাকান্দিতেও অভিযান চলে। জানা যায়, দুই জেলা থেকে পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। দশ রাজ্যে ৪৭ জন গ্রেফতার করা হয়। এ দিন এনআইএ-র ১৭ টি দল অভিযান চালায়।

দশটি রাজ্য হল ত্রিপুরা, অসম, পশ্চিমবঙ্গ, কর্ণাটক, তামিলনাড়ু, তেলেঙ্গানা, হরিয়ানা, পুদুচেরি, রাজস্থান এবং জম্মু ও কাশ্মীর। এই ১০টি রাজ্য ছাড়াও আরও বেশ কয়েকটি রাজ্যে অভিযান চালাচ্ছে এনআইএ।

উল্লেখ্য, গত মাসে বেঙ্গালুরু থেকে এনআইএ-র একটি দল শ্রীলঙ্কার মানব পাচার মামলায় জড়িত তামিলনাড়ু থেকে এক পলাতক অভিযুক্তকে গ্রেফতার করেছিল।

Author

Spread the News