জাতীয় সড়ক সুরক্ষা :  সমাপ্তি দিনে বিশাল র‍্যালি শিলচরে

বরাক তরঙ্গ, ১৪ ফেব্রুয়ারি : মাসব্যাপী জাতীয় সড়ক সুরক্ষা সচেতনতা অনুষ্ঠানের সমাপ্তি ঘটল। বুধবার সমাপ্তি অনুষ্ঠানের অঙ্গ হিসেবে ডিটিও অফিসের সামনে থেকে বের হল র‍্যালি। সবুজ পতাকা দেখিয়ে পুলিশ সুপার নোমাল মাহাতো, ডিটিও কাছাড় রমেশ শ্যাম ও অতিরিক্ত পুলিশ সুপার সুব্রত সেন সহ আবগারি বিভাগের উচ্চ পদস্থ আধিকারীকরা উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে বাইক র‍্যালির সূচনা করেন। র‍্যালিতে পুলিশ প্রশাসন, আবগারি বিভাগ ও ট্রাফিক ব্রাঞ্চ সহ শহরের বিভিন্ন সংস্থা ও সংগঠনের কর্মকর্তারা অংশগ্রহণ করে জাতীয় সড়ক সুরক্ষা মাসের সমাপ্তি অনুষ্ঠানকে সফল করে তুলেন।

জাতীয় সড়ক সুরক্ষা :  সমাপ্তি দিনে বিশাল র‍্যালি শিলচরে

সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে পুলিশ সুপার নোমাল মাহাতো ও ডিটিও রমেশ শ্যাম জানান, জাতীয় সড়ক সুরক্ষা মাসটি জেলার বিভিন্ন এলাকায় পালন করা হয়েছে। অনুষ্ঠানে সাড়া দিয়েছেন মন্ত্রী পরিমল শুক্লবৈদ্যও। মন্ত্রী নিজে বাইক চালিয়ে রাজ্যের বিভিন্ন জেলা কেন্দ্রের জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি করার পাশাপাশি সাধারণ মানুষকে বিভিন্ন পরামর্শ দিয়েছেন।বাইক আরোহীদের হেলমেট পরিধান করা, বাহন চালক সকলকে সিট বেল্ট ব্যবহার করে সহ ট্রাফিক আইন মেনে চলে সড়ক দুর্ঘটনার প্রবণাতে হ্রাস করতে সকলের সহযোগিতা কামনা করেছেন তাঁরা।
উল্লেখ্য, গত ১৫ জানুয়ারি থেকে শুরু হয় জাতীয় সড়ক সুরক্ষা সচেতনতা অনুষ্ঠান।

Author

Spread the News