আমেরিকান বাণিজ্যিক জাহাজে হামলা হাউছি যোদ্ধাদের

১০ মার্চ : গাজায় হামাস ও ইজরায়েলি যুদ্ধের তীব্র ছড়িয়ে পড়েছে অন্য অঞ্চলগুলোতে। বিশেষ করে ইয়েমেন, সিরিয়া ও লেবাননে। এতে বড় ধরণের সংঘাতের আশঙ্কা করছে বিশ্লেষকরা।

ইয়েমেন ভিত্তিক হাউছি যোদ্ধারা লোহিত ও এডেন উপসাগরে মার্কিন যুক্তরাষ্ট্র এবং তাদের মিত্র বাহিনীর ওপর হামলা অব্যাহত রেখেছে। মার্কিন পক্ষ দাবি করেছে তারা ইরান-সমর্থিত যোদ্ধাদের নিক্ষিপ্ত ১৫টি একমুখী ড্রোন ভূপাতিত করেছে।

আমেরিকান বাণিজ্যিক জাহাজে হামলা হাউছি যোদ্ধাদের

ঘটনার কিছুক্ষণ পরই বিদ্রোহীরা হামলার দায় স্বীকার করে নিয়ে জানায়, তারা একটি ‘আমেরিকান’ বাণিজ্যিক জাহাজে ক্ষেপণাস্ত্র এবং ‘লোহিত সাগর ও এডেন উপসাগরে’ যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে।

ইজরায়েল-হামাসের যুদ্ধে, হামাসের সঙ্গে সংহতি জানিয়ে আসছে ইরান। নভেম্বরের পর থেকে লোহিত সাগর অঞ্চলে বিশ্ব বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই পথটিতে জাহাজে ড্রোন আর ক্ষেপণাস্ত্র হামলা নিয়মিত বিষয় হয়ে দাঁড়িয়েছে। তবে এখন পর্যন্ত এটিই হাউছিদের সবচেয়ে বড় হামলাগুলোর মধ্যে একটি। ছবি প্রতীকী।

Author

Spread the News