আজ থেকে পাঁচদিন ভারী বৃষ্টির সম্ভাবনা, রাজ্যে দ্বিতীয়বারের বন্যায় মৃত্যু ৩৪

বরাক তরঙ্গ, ১ জুলাই : রাজ্য সরকারের দুর্যোগ মোকাবিলা বিভাগের তথ্য অনুযায়ী ১৬ জুন থেকে অসমে বন্যার দ্বিতীয় ওয়েব শুরু হয়েছে এবং এখন পর্যন্ত রাজ্যে ৩৪ জন ব্যক্তি বন্যায় প্রাণ হারিয়েছেন। আবহাওয়া দফতরের তরফে রবিবার জানানো হয়েছে, আগামী পাঁচ দিন অসম এবং পার্শ্ববর্তী রাজ্যগুলোয় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে ব্রহ্মপুত্র ও কুশিয়ারা সহ বেশ কয়েকটি নদী বিপদসীমার উপর দিয়ে বইছে। অতিরিক্ত বৃষ্টিপাতের ফলে বন্যা পরিস্থিতি আরও কঠিন রূপ ধারণ করতে পারে।

রবিবার সন্ধ্যায় সরকারি তরফে যে রিপোর্ট তুলে ধরা হয়েছে, সেটা অনুযায়ী, রাজ্যের বারোটি জেলায় ২ লক্ষ ৬২ হাজার লোক বন্যার কবলে রয়েছেন। এর মধ্যে সবথেকে বেশি আক্রান্ত বরপেটা জেলা। সেখানে প্রায় ৭০ হাজার লোক বন্যায় আক্রান্ত এবং রবিবার দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে কাছাড় জেলা, এখানে প্রায় ৬২ হাজার লোক বন্যায় আক্রান্ত। তিনসুকিয়ায় ৪৫ হাজার, মাজুলীতে ৩৫ হাজার এবং করিমগঞ্জ জেলায় ২৩ হাজার লোক বন্যায় আক্রান্ত। পরিস্থিতি সামাল দিতে স্থানীয় প্রশাসনকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্যের ৫২ টি ত্রাণ শিবিরে আড়াই হাজার লোক আশ্রয় নিয়েছেন এবং ১৯,০০০ লোক এখনও গৃহহীন। আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, বঙ্গোপসাগর থেকে ওঠা একটি নিম্নচাপ উত্তর-পূর্ব ভারতের দিকে এগিয়ে আসছে।

এর প্রভাবে অসম, অরুণাচল প্রদেশ, মেঘালয়, নাগাল্যান্ড, মিজোরাম এবং ত্রিপুরায় আগামী পাঁচ দিন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিভাগের তথ্য অনুযায়ী জুন মাসের ১ তারিখ থেকে অসমে ৪৬৫.৬ এমএম বৃষ্টিপাত হয়েছে যা সাধারণ বৃষ্টিপাত থেকে ১২ শতাংশ বেশি। শনিবার রাত থেকে রবিবার সন্ধ্যে পর্যন্ত রাজ্যে সাধারণ থেকে ৭৪ শতাংশ বেশি বৃষ্টি হয়েছে।

Author

Spread the News