যুগোপযুগী পরিবর্তন দ্রুত চালু করার আহ্বান হাইলাকান্দিতে 

জনসংযোগ, হাইলাকান্দি।
বরাক তরঙ্গ, ১৬ নভেম্বর : যুগের সঙ্গে তাল মিলিয়ে গণমাধ্যম শিল্পে জড়িত সবাইকে নিয়মিত আপডেট রাখার বার্তা দিয়ে হাইলাকান্দিতে পালিত হল জাতীয় প্রেস দিবস। জেলা প্রশাসনের উদ্যোগে হাইলাকান্দি জেলা কমিশনারের সভাকক্ষে শনিবার অনুষ্ঠিত জাতীয় প্রেস দিবসের আলোচনা সভার বিষয়বস্তু ছিল “সংবাদমাধ্যমের পরিবর্তিত রূপ”। আলোচনা সভায় অংশ নিয়ে জেলা কমিশনার নিসর্গ হিভারে সংবাদমাধ্যমের সেল্ফ রেগুলেশন এবং  কালেকটিব রেসপনসিবিলিটির ওপর জোর দেন।তিনি বলেন, গণমাধ্যম শিল্পে জড়িত সবাইকে কালচার অফ রিডিং এবং ক্রিটিকাল থিংকিং বাড়াতে হবে। সর্বাবস্থায় বস্তুনিষ্ঠ ও সত্যনিষ্ঠ গ্রাউন্ড রিয়েলিটি তুলে ধরতে হবে। আলোচনা সভায় কি নোট এড্রেস করে মুখ্য বক্তা আকাশবাণী শিলচর কেন্দ্রের প্রধান অনুষ্ঠান সংযোজক হিতব্রত ভট্টাচার্য নতুন নতুন প্রযুক্তির সঙ্গে যুগোপযুগী চ্যালেঞ্জ গ্রহণ করে সংবাদ পরিবেশনের পরামর্শ দেন। পাশাপাশি তিনি নিরপেক্ষতা বজায় রেখে মননশীলতার মাধ্যমে বিশ্লেষণী ক্ষমতাকে প্রসারিত করার আবেদন জানান।

এতে অংশ নিয়ে বিশিষ্ট সাংবাদিক শতানন্দ ভট্টাচার্য বলেন, বৈদ্যুতিন মাধ্যম ও ইন্টারনেট সহজলভ্য হওয়ার ফলে সংবাদ মাধ্যমের ধারা পাল্টে গেছে। এখন যে কোন জায়গায় বসে মোবাইল ফোন বা কম্পিউটারের পর্দার এক স্পর্শে সব জানতে পারেন মানুষ। কিন্তু তবুও ছাপা মাধ্যমের গুরুত্ব এর জন্য এতটুকুও কমেনি বরং সমৃদ্ধ হয়েছে এবং মুদ্রণের মাধ্যম এখন ডিজিটাল অ্যাডিশনও শুরু করেছে বলে তিনি বলেন। আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে প্রাসঙ্গিক বক্তব্য পেশ করেন প্রবীণ সাংবাদিক সন্তোষ মজুমদার, নইমুল ইসলাম চৌধুরী,নিলোৎপল দেব, বাহার উদ্দিন লস্কর। শুরুতে উদ্দেশ্য ব্যাখ্যা করে সংবাদ মাধ্যমে এর বিবর্তনের ধারার উপর আলোকপাত করেন তথ্য ও জনসংযোগ আধিকারিক সাজ্জাদুল হক চৌধুরী। ধন্যবাদ জ্ঞাপন করেন এডিসি ত্রিদিপ রায়।

Author

Spread the News