করিমগঞ্জে জাতীয় প্রেস দিবস উদযাপন

জনসংযোগ, করিমগঞ্জ।
বরাক তরঙ্গ, ১৬ নভেম্বর : করিমগঞ্জে জাতীয় প্রেস দিবস উদযাপন করা হয়েছে। শনিবার বেলা ১২টায় জেলা কমিশনার কার্যালয়ের সভাকক্ষে করিমগঞ্জ জেলা প্রশাসন এবং জেলা তথ্য ও জনসংযোগ আধিকারিকের কার্যালয়ের যৌথ উদ্যোগে এই দিবস পালন করা হয়। করিমগঞ্জের সহকারী কমিশনার রংবামন টেরনের পৌরোহিত্যে অনুষ্ঠিত ওই অনুষ্ঠানে প্রদীপ প্রজ্জ্বলন ও উত্তরীয় পরিয়ে অতিথিদের বরণ করা হয়। অনুষ্ঠানে প্রেস ক্লাব করিমগঞ্জের সভাপতি ও অবসরপ্রাপ্ত বরিষ্ঠ সাংবাদিক মিহির দেবনাথকে উত্তরীয় ও উপহার সামগ্রী দিয়ে সংবর্ধনা জানানো হয়।

এতে অনুষ্ঠানের মুখ্য বক্তা রবীন্দ্র সদন মহিলা মহাবিদ্যালয়ের মাস কমিউনিকেশন বিভাগের সহকারী অধ্যাপক ড. এইচএমবি নূরকে সংবর্ধনা জানানো হয়। পাশাপাশি, নববার্তা পত্রিকার সম্পাদক হাবিবুর রহমান চৌধুরী, প্রেস ক্লাবের সম্পাদক অরুপ রায়, বার্তাজীবী সংঘের করিমগঞ্জ জেলা সভাপতি অসীম দেব ও সম্পাদক মুজিব আহমেদ, বদরপুর প্রেস ক্লাবের সভাপতি যীশু শুক্লবৈদ্য, ই-মিডিয়া অ্যাসোসিয়েশনের সভাপতি শীর্ষেন্দু সী ও সম্পাদক হিল্লোল দত্ত, বৃহত্তর পাথারকান্দি কর্মরত সাংবাদিক সংস্থার সম্পাদক সুরজিৎ সেনকে উত্তরীয় দিয়ে সংবর্ধিত করা হয়। অনুষ্ঠানে স্বাগত ভাষণ প্রদান করেন করিমগঞ্জ জেলা তথ্য ও জনসংযোগ আধিকারিক ইফতিকার জামান।

এবছরের জাতীয় প্রেস দিবসের থিম “সংবাদমাধ্যমের পরিবর্তিত রুপ” নিয়ে আলোচনা করেন মুখ্য বক্তা ড. এইচ এম বি নূর, মিহির দেবনাথ, অরুপ রায়, শীর্ষেন্দু সী, অসীম দেব ও হবিবুর রহমান চৌধুরী প্রমুখ। এদিনের অনুষ্ঠানে জেলার বিভিন্ন স্থান থেকে আগত সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা অংশ গ্রহণ করেন।

Author

Spread the News