প্রয়াত তাজ উদ্দিনের বাড়িতে গিয়ে সমবেদনা হাফিজ রশিদ ও আমিনুল হকের

বরাক তরঙ্গ, ১০ জুলাই : প্রবীণ সাংবাদিক প্রয়াত তাজ উদ্দিন বড়ভূইয়ার বাড়িতে গিয়ে সমবেদনা জানালেন গৌহাটি হাইকোর্টের আইনজীবী হাফিজ রশিদ আহমদ চৌধুরী। বুধবার বিকেলে সোনাইয়ের প্রাক্তন বিধায়ক আমিনুল হক লস্করকে সঙ্গে নিয়ে সোনাবাড়িঘাট প্রথম খণ্ডে প্রয়াত তাজ উদ্দিন বড়ভূইয়ার বাসভবনে গিয়ে উপস্থিত হন তিনি। হাইকোর্টের আইনজীবী রশিদ আহমদ প্রয়াত বড়ভূইয়ার ছেলে, ভাই সহ পরিবারের বাকি সদস্যদের সঙ্গে দেখা করে শান্তনা এবং সমবেদনা জ্ঞাপন করেন। তিনি বাইরে থাকার কারণে বড়ভুইয়ার মৃত্যুর পর আসতে পারেননি। তাজ উদ্দিন বড়ভূইয়া বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কাজকর্মে জড়িত থাকার কারণে ভিন্ন মহলে পরিচিতি ছিল। এটার স্বীকৃতি হিসাবে আজ তাঁর মৃত্যুর পর আজ সবাই গিয়ে উনার বাসায় উপস্থিত। উপস্থিত সবাই প্রয়াতের জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন এবং তাঁর বিদেহী আত্মার সদগতি কামনা করেন। সোনাই’র প্রাক্তন বিধায়ক আমিনুল হক লস্কর ছাড়াও শিলচরের ‘আমরা বাঙ্গালির নেতা সাধন পুরকায়স্থও উপস্থিত ছিলেন।

এছাড়াও, বিশিষ্ট সমাজসেবী মজনুল হক মজুমদার, বিশিষ্ট ঠিকাদার মজিবুর রহমান চৌধুরী, কমরুজ জামান, রফিক উদ্দিন বড়ভূইয়া, রাতুল বড়ভূইয়া এবং আব্দুল হান্নান তালুকদার সহ আরও বিশিষ্ট জনেরা উপস্থিত ছিলেন।

সোনাই’র প্রাক্তন বিধায়ক আমিনুল হক লস্কর প্রয়াতের পরিবারের সদস্যদের আশ্বস্থ করে বলেন প্রয়োজনে সাহায্য ও সহযোগিতার হাত বাড়াতে প্রস্তুত তিনি।

Author

Spread the News