৩ জানুয়ারি থেকে শুরু হচ্ছে রাজ্যে গুণোৎসব, ৬ বছরে ৫ হাজার স্কুল হ্রাস

বরাক তরঙ্গ, ২ জানুয়ারি : আগামীকাল ৩ জানুয়ারি বুধবার থেকে ফের শুরু হচ্ছে  রাজ্যে গুণোৎসব। তিন পর্বে আয়োজন করা গুণোৎসবের প্রথম পর্ব রাজ্যের মোট ১২টি জেলাকে কভার করবে। এই জেলাগুলি হল যথাক্রমে বরপেটা, বজালি, হোজাই, করিমগঞ্জ, কামরূপ, কার্বি আংলং, কোকরাঝাড়, লখিমপুর, নগাঁও, শিবসাগর, দক্ষিণ শামরা-মানকাচর এবং ওদালগুড়ি। এই জেলাগুলি ৩ জানুয়ারি স্কুলগুলির অভ্যন্তরীণ মূল্যায়ন এবং ৪ থেকে ৬ জানুয়ারি বাহ্যিক মূল্যায়ন হবে।

দ্বিতীয় পর্বটি ৯ জানুয়ারি থেকে শুরু হবে। ১০ থেকে ১২ জানুয়ারি বাহ্যিকভাবে। জেলাগুলো হল বাক্সা, বিশ্বনাথ, চিরাং, চরাউদেও, ধেমাজি, ধুবরি, গোলাঘাট, হাইলাকান্দি, জোড়হাট, কামরূপ (মেট্রো), শোণিতপুর, তিনসুকিয়া এবং তামুলপুরে পরিচালিত হবে।

৫ ফেব্রুয়ারিত থেকে শুরু হবে বঙ্গাইগাঁও, দরং, ডিব্রুগড়, গোয়ালপাড়া, কাছাড়, নলবাড়ি, মরিগাঁও, ডিমা হাসাও, মাজুলি এবং পশ্চিম কার্বি আংলং-এ গুণোৎসব। ৬-৮ ফেব্রুয়ারি বহির্মূল্যায়ন।

উল্লেখ্য, এই বছর, রাজ্যের ৩৫টি জেলার ৪৩,৪৯৮ সরকারি বেসরকারি স্কুল, চা বাগান ইত্যাদি স্কুল এবং আবাসিক স্কুলগুলি গুণোৎসবের আওতায় আসবে। গুণোৎসবে প্রথম থেকে দশম শ্রেণি পর্যন্ত মোট ৩,৯৬,৩৫৪ জন শিক্ষার্থী অংশগ্রহণ করবে। ১৯,০৯৮ জন বহিরাগত মূল্যায়নকারীকে মোতায়েন করা হবে।

উল্লেখযোগ্যভাবে, শিক্ষামন্ত্রী রণোজ পেগু এবং রাজ্য সরকারের প্রকাশিত তথ্য মতে ২০১৭ সালে ৪৮,৮৬৮টি স্কুল গুণোৎসবের আওতায় ছিল। -এই বছর, সেই সংখ্যাটি ৪৩,৪৯৮ এ নেমে এসেছে।
অর্থাৎ আগের বছরের তুলনায় স্কুলের সংখ্যা কমেছে ৫ হাজার ৩৭০টি। এ দিকে, চা বাগান এবং আবাসিক বিদ্যালয় নিয়ে ৪৩,৪৯৮টি বিদ্যালয় রয়েছে।

শিক্ষার্থীর অভাবে বিপুল সংখ্যক সরকারি ও বেসরকারও স্কুল বন্ধ হয়ে যাওয়ায় ২০১৭ সালের তুলনায় দেশে বিদ্যালয়ের সংখ্যা কমেছে এতে কোন সন্দেহ নেই।

Author

Spread the News