দুস্থ মহিলাদের মধ্যে শাড়ি বণ্টন বৃহত্তর আসাম বাঙালি উন্নয়ন সমিতির

বরাক তরঙ্গ, ১৫ অক্টোবর : বৃহত্তর আসাম বাঙালি উন্নয়ন সমিতি কাছাড় জেলা শাখার পক্ষ থেকে শিলচর শহর ও শহরতলির দুস্থ পরিবারের পঞ্চাশ জন মহিলাকে শারদীয়া দুর্গোৎসবের আনন্দ উপভোগ করার জন্য শাড়ি প্রদান করা হয়েছে। রবিবার সংস্থার শিলচর সেন্ট্রাল রোডে কেন্দ্রীয় কার্য্যালয়ে সভাপতি রণধীর বসুর পৌরহিত্যে আয়োজিত অনুষ্ঠানে তাদের হাতে পুজোর উপহার স্বরূপ বস্ত্র তুলে দেওয়া হয়। 

এদিনের অনুষ্ঠানে সভাপতি রণধীর বসু ছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংস্থার আসাম রাজ্য কমিটির সাধারণ সম্পাদক ডাঃ প্রবাল পাল চৌধুরী, মূখ্য উপদেষ্টা ডাঃ সুব্রত নন্দী, আইনজীবি শান্তনু নন্দন ভট্টাচার্য ও উজ্জ্বল কান্তি দাশ লস্কর, উপ-সভাপতি অশোক বিজয় পুরকায়স্থ, প্রচার সম্পাদক কমলেশ দাশ, সাংস্কৃতিক সম্পাদক ভাস্কর দাস, কোষাধ্যক্ষ মিত্রা দাস, সদস্যা ঊষা দাস, জলি বনিক সহ অন্যান্যরা। 

Author

Spread the News