প্রচারাভিযানের অনুমতি সার্কল অফিস থেকে
জনসংযোগ হাইলাকান্দি।
বরাক তরঙ্গ, ৮ এপ্রিল : হাইলাকান্দি জেলায় পঞ্চায়েত নির্বাচনের প্রচার অভিযানের জন্য প্রার্থীদের সভা, র্যালি, মাইক, গাড়ি ইত্যাদির অনুমতি সংশ্লিষ্ট সার্কল অফিস থেকে নিতে হবে। জেলা কমিশনার মঙ্গলবার এক আদেশ ইস্যু করে এই অনুমতির আগে সংশ্লিষ্ট থানা থেকে রাজ্য নির্বাচন কমিশনের গাইডলাইন অনুযায়ী পুলিশ রিপোর্ট সংগ্রহ করতে বলা হয়েছে। এই অনুমতিপত্রের কপি মডেল কোড অব কন্ডাক্ট এবং এক্সপেন্ডিচার মনিটরিং সেলেও পাঠাতে জেলা কমিশনারের আদেশে বলা হয়েছে।