বিদ্যুৎ বিল পরিশোধের কথা বলে দেড় লক্ষ টাকার হাতিয়ে নিল প্রতারকরা

বিদ্যুৎ বিল পরিশোধের কথা বলে দেড় লক্ষ টাকার হাতিয়ে নিল প্রতারকরা

দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ৭ মে : এপিডিসিএলের APDCL  নির্দেশানুযায়ী অনলাইনে বিদ্যুৎ বিল পরিশোধ করার কথা বলে এক ব্যক্তির প্রায় দেড় লক্ষ টাকা হাতিয়ে নিল প্রতারকরা। সোমবার কাছাড় জেলার বড়খলার ডলুর গ্ৰামের মুরগির পল্টি ফার্মের স্বত্তাধিকারী মহিদুল আহমেদ তালুকদারের সঙ্গে এমন ঘটনা ঘটেছে। এপিডিসিএলের কর্মীর পরিচয় দিয়ে তাঁর দুই ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে প্রতারকেরা ১ লক্ষ ৫৩ হাজার ৮৫০ টাকা হাতিয়ে নেয়। 

মকবুল আহমেদ তালুকদার ঘটনার বিবরণে জানান, সোমবার সকাল ৮ টা নাগাদ মোবাইল ফোনে অজ্ঞাত পরিচয়ের কল আসে, সেই কলে কথা বলা অজ্ঞাত ব্যক্তিটি নিজেকে বিদ্যুৎ সরবরাহ কোম্পানির পরিচয় দিয়ে তাঁর বিদ্যুৎ বিল অনলাইনে রিচার্জ না করলে লাইনটির উধারবন্দ বিদ্যুৎ বিভাগটি লাইনটি কেটে ফেলবে। তাই তিনি শীঘ্রই রিচার্জ করতে বলে। এবং বলে তিনি প্রথমে ১০টাকার একটি রিচার্জ করতে হবে, একথা শুনে মুকবুল আহমেদ তালুকদার সঙ্গে সঙ্গে তাঁর উধারবন্দ স্টেট ব্যাঙ্ক শাখার অ্যাকাউন্ট নম্বরটা তাদের দেন। কিন্তু হ্যাকারেরা বলে সেই অ্যাকাউন্ট থেকে ১০ টাকার রিচার্জ হচ্ছে না তাই অন্য আরেকটি অ্যাকাউন্ট নম্বর দেওয়ার কথা বলে এবং মুকবুল সঙ্গে সঙ্গে শিলচর এইচডিএফসি ব্যাঙ্কে থাকা নেট ব্যাঙ্কিং কারেন্ট অ্যাকাউন্ট নম্বরটি দিয়ে দেন এবং প্রথমে দেওয়া এসবিআই ব্যাঙ্কের সেই অ্যাকাউন্টটিতে থাকা প্রায় ১৯০০ টাকা হ্যাকারেরা তুলে নিয়ে যায়। তারপর এইচডিএফসি শিলচর শাখার কারেন্ট অ্যাকাউন্ট থেকে প্রায় দেড় লক্ষ টাকা হাতিয়ে নেয়। 

প্রতারকদের সঙ্গে আধা ঘন্টা কথায় ব্যস্ত থাকাকালীন হোয়াটসঅ্যাপ থেকে শুরু করে মোবাইলে থাকা গুরুত্বপূর্ণ সম্পূর্ণ তথ্যগুলো সেই হ্যাকারদের কাছে চলে যায় বলে তিনি অনুমান করেন। অল্প সময় পরে তিনি মোবাইল ফোনটির ম্যাসেজে দেখেন দুইটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে থাকা সম্পূর্ণ টাকা উধাও করে নিয়ে যায় সেই প্রতারকরা। পবরবর্তী সময়ে তিনি বিষয়টি নিয়ে বড়খলা পুলিশ ফাঁড়িতে গিয়ে বিষয়টি তুলে ধরেন ও সেই ৯৫৭২৭৩৯৯৯১, ৮৮৭৬৩৯২৩৫৫, ৮১৮৪০৭৭৬৪৩ মোবাইল নম্বর গুলো দিয়ে একটি প্রতারকদের বিরুদ্ধে একটি এজাহার দাখিল করেন।

Author

Spread the News