প্রচণ্ড গরম : শ্রেণিকক্ষে অসুস্থ হয়ে পড়ল চার পড়ুয়া হাইলাকান্দিতে

বরাক তরঙ্গ, ২৫ মে : আজও ৩৯ ডিগ্রি পারদ। শনিবার সকাল থেকেই রোদ এবং অস্বস্তিকর গরম। এরই মধ্যে গরম সহ্য করতে না পেরে অসুস্থ হয়ে পড়লেন চার পড়ুয়া। হাইলাকান্দি জেলার বলদাবদালি এমই স্কুলে পাঠদানের সময়ে শ্রেণিকক্ষে অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়লো  এক এক করে চার পড়ুয়া।  ক্লাসরুমে পড়ে গেল ছাত্রীরা। উত্তর বলদা বলদি ৮০০ নম্বর এলপি স্কুলে এ ঘটনাটি ঘটেছে। অচেতন হয়ে পড়া ছাত্র-ছাত্রীদের দ্রুত নিয়ে যাওয়া হয় হাসপাতালে। পৌঁছেন অভিভাবকরাও। বর্তমানে তারা বিপদমুক্ত রয়েছেন।

এ ঘটনার পর এজেওয়াইসিপি হাইলাকান্দি জেলা কমিটির এবং জেলা উপকমিটির কর্মকর্তারা স্কুলের সময়সূচী পরিবর্তনের দাবি জানিয়ে জেলাশাসকের দৃষ্টি আকর্ষণ করেন।

এদিকে বরাকের তাপমাত্রা দুপুরের দিকে ৩৯ ডিগ্রিতে পৌঁছে। ফিল লাইক ৫৩ ডিগ্রি। বাতাসের আর্দ্রতা পাঁচ কিলোমিটার প্রতিঘন্টা এবং হিউমিডিটি ৫৩ শতাংশ ছিল। গ্রাম শহর একই হাল। গরমে হাঁসফাঁস খাচ্ছেন লোকরা।

Author

Spread the News