ধর্মনগরের রাজবাড়ি এলাকায় অগ্নিকাণ্ড
![ধর্মনগরের রাজবাড়ি এলাকায় অগ্নিকাণ্ড ধর্মনগরের রাজবাড়ি এলাকায় অগ্নিকাণ্ড](https://baraktaranga.com/wp-content/uploads/2025/01/photogrid_17356294032631709021201798899546-1024x214.jpg)
বরাক তরঙ্গ, ১ জানুয়ারি : বড় ধরনের অগ্নিকাণ্ডের হাত থেকে রক্ষা পেল ধর্মনগরের রাজবাড়ি সংলগ্ন এগিয়ে চলো ক্লাব সব পাশ্ববর্তি এলাকা। জানা গেছে, কাকভোর সাড়ে তিনটা নাগাদ দমকল অফিসে খবর আসে, রাজবাড়ি এগিয়ে চলো ক্লাব সংলগ্ন এলাকার একটি দোকানে আগুন লাগে। এতে খবর পেয়ে দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে। দমকল কর্মীরা প্রথম অবস্থায় গিয়ে দেখতে পান একটি দোকানের দোতলার ছাদের উপরে আগুন জ্বলছে। এতে অগ্নি নির্বাপক দপ্তরে কর্মীরা পাশের বাড়ির ছাদের উপর দিয়ে উঠে আগুন আয়ত্তে আনতে সক্ষম হয়। এতে বৃহত্তর এলাকাটি রক্ষে পায়।
দোকানের মালিক খোকন দেবনাথ জানান, আগুন কিভাবে লেগেছে তিনি বোঝতে পারছেন না। ছাদের উপরে সাটারিং এর কাঠ, কিছু বাস ও দু’টি ওয়াটার রিজার্ভার ইত্যাদি ছিল। সেগুলি সম্পূর্ণ পুড়ে গেছে।দমকল আধিকারিক জানান, সম্ভবত শর্ট সার্কিট থেকে এই আগুন লেগে থাকতে পারে। ক্ষতির পরিমাণ আনুমানিক লক্ষাধিক টাকার মতো হবে।
![ধর্মনগরের রাজবাড়ি এলাকায় অগ্নিকাণ্ড ধর্মনগরের রাজবাড়ি এলাকায় অগ্নিকাণ্ড](https://baraktaranga.com/wp-content/uploads/2025/01/photogrid_17287589168708540944519860953870-1024x364.jpg)