দুর্গাশংকর পাঠশালার বাহ্যিক মূল্যায়নকারী জেলা আয়ুক্ত মৃদুল

জনসংযোগ, শিলচর।
বরাক তরঙ্গ, ৫ ফেব্রুয়ারি : কাছাড় জেলার শিক্ষার মানোন্নয়নের অঙ্গীকারে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে, কাছাড়ের  জেলা আয়ুক্ত  মৃদুল যাদব বুধবার দুর্গাশংকর পাঠশালায় গুণোৎসব ২০২৫-এর বাহ্যিক মূল্যায়নকারী হিসেবে পরিদর্শন করেন। তাঁর এই সফর জেলার শিক্ষাক্ষেত্রের সার্বিক বিকাশ এবং শিক্ষার গুণগত মান উন্নয়নের প্রতি প্রশাসনের আন্তরিক নিষ্ঠার প্রতিফলন ঘটায়। দিনের সূচনা হয় প্রাতঃসমাবেশের মাধ্যমে, যেখানে জেলা আয়ুক্ত মৃদুল যাদব ছাত্রছাত্রীদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আলাপচারিতায় মেতে ওঠেন। তিনি শিক্ষার গুরুত্ব তুলে ধরে বলেন, “শিক্ষা শুধুমাত্র নম্বর অর্জনের জন্য নয়; এটি কৌতূহল, সমালোচনামূলক চিন্তাশক্তি এবং দায়িত্ববোধ গঠনের মাধ্যম। আমাদের লক্ষ্য প্রতিটি শিশুকে মানসম্পন্ন শিক্ষা প্রদান করা, যাতে তারা ভবিষ্যতে সমাজের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।” তাঁর অনুপ্রেরণামূলক বক্তব্য শিক্ষার্থীদের মনে নতুন উদ্দীপনা জাগিয়ে তোলে।

এরপর, আনুষ্ঠানিকভাবে মূল্যায়ন প্রক্রিয়ার সূচনা করেন তিনি, পরীক্ষার প্রশ্নপত্রের খাম খুলে। সরাসরি শিক্ষার্থীদের পরীক্ষায় অংশগ্রহণ পর্যবেক্ষণ করে তিনি তাদের প্রস্তুতি সম্পর্কে মূল্যবান ধারণা লাভ করেন। পাশাপাশি, বিদ্যালয় পরিদর্শনের সময় শিক্ষার পরিকাঠামো সংক্রান্ত বিষয়ে স্কুল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনায় অংশগ্রহণ করেন এবং উন্নয়নের জন্য প্রয়োজনীয় ক্ষেত্রগুলোর ওপর গুরুত্বারোপ করেন। এই মূল্যায়ন প্রক্রিয়ায় জেলা আয়ুক্ত মৃদুল যাদবের সঙ্গে বহিঃজেলা থেকে তিনজন মূল্যায়নকারী যুক্ত ছিলেন হাইলাকান্দির ডায়েট প্রভাষক বেদাত্রি রায় দে, কুশিয়ানকুল উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের বিষয় শিক্ষক আফিয়া খানম চৌধুরী এবং লালা উচ্চ ও মধ্য ইংরেজি বিদ্যালয়ের বিষয় শিক্ষক আশা সিংহ। তাঁদের অভিজ্ঞ মূল্যায়ন শিক্ষার সামগ্রিক মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

দুর্গাশংকর পাঠশালার বাহ্যিক মূল্যায়নকারী জেলা আয়ুক্ত মৃদুল

পরীক্ষা পরিচালনার স্বচ্ছতা ও সুষ্ঠুতা বজায় রাখতে অম্বিকাপট্টি ক্লাস্টারের আওতাধীন বিভিন্ন বিদ্যালয়ের ২২ জন পরিদর্শক নিয়োজিত ছিলেন। তাঁদের সততা ও নিষ্ঠার ফলে গুণোৎসব ২০২৫-এর মূল্যায়ন প্রক্রিয়া যথাযথ নীতিমালার ভিত্তিতে সফলভাবে সম্পন্ন হয়। রাজ্য সরকারের অন্যতম প্রধান উদ্যোগ গুণোৎসব, যার মূল লক্ষ্য শিক্ষার মানোন্নয়ন এবং গঠনমূলক মূল্যায়নের মাধ্যমে শিক্ষাপ্রবাহকে শক্তিশালী করা। দুর্গাশংকর পাঠশালায় এই মূল্যায়ন প্রক্রিয়ার সফল বাস্তবায়ন কাছাড় জেলা প্রশাসনের শিক্ষাক্ষেত্রে অগ্রগতির প্রতিশ্রুতির দৃঢ় বহিঃপ্রকাশ। শিক্ষাক্ষেত্রে উন্নয়নের এই অভিযাত্রায় জেলা আয়ুক্ত মৃদুল যাদবের মতো নেতৃত্ব সুনিশ্চিত করছে এক উন্নত, অন্তর্ভুক্তিমূলক ও গুণগত শিক্ষার ভবিষ্যৎ।

দুর্গাশংকর পাঠশালার বাহ্যিক মূল্যায়নকারী জেলা আয়ুক্ত মৃদুল
দুর্গাশংকর পাঠশালার বাহ্যিক মূল্যায়নকারী জেলা আয়ুক্ত মৃদুল

Author

Spread the News