উৎকোচ : গ্রেফতার সহকারী প্রকৌশলী

বরাক তরঙ্গ, ৫ ফেব্রুয়ারি : উৎকোচ নিতে গিয়ে ধরা পড়লেন অসম সরকারের সহকারী প্রকৌশলী। যোড়হাটে সেন্ট্রাল সেক্টর ডেভেলপমেন্ট অফিসের সহকারী প্রকৌশলী শিবপ্রসাদ শইকিয়াকে গ্রেফতার করা হয়েছে। তিনি এমজিএনআরইজিএ বিল পাস করার নামে ঠিকাদারের কাছ থেকে ১৫ হাজার টাকা ঘুষ নিয়েছিলেন।

বুধবার দুর্নীতি দমন ও নজরদারি বিভাগ যোড়হাটে সিপাহিখোলা ব্লক উন্নয়ন অফিসারের কার্যালয়ে অভিযান চালায়। এই অভিযানে সহকারী প্রকৌশলীকে গ্রেফতার করা হয়।

উৎকোচ : গ্রেফতার সহকারী প্রকৌশলী
উৎকোচ : গ্রেফতার সহকারী প্রকৌশলী

Author

Spread the News