কৃষকদের সচেতনতা ও প্রশিক্ষণ কর্মসূচি রামনগরে
দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ১৯ ডিসেম্বর : প্রধাণমন্ত্রী কিষাণ সম্মান নিধি, প্রধাণমন্ত্রী ফসল বিমা যোজনা এবং ন্যাশনাল মিশন অন এডিবল অয়েলস-অয়েল পাম সহ বিভিন্ন সরকারি প্রকল্প সম্পর্কে স্থানীয় কৃষকদের সচেতন ও প্রশিক্ষিত করার উদ্দেশ্যে রামনগর টুকো সাঙ্গাই ক্লাব ময়দানে কৃষি বিভাগ, কাছাড় কর্তৃক এক সচেতনতা ও প্রশিক্ষণ কর্মসূচি আয়োজিত হয়। বৃহস্পতিবার আয়েজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা কৃষি আধিকারিক ড. এআর আহমেদ, সিনিয়র বিজ্ঞানী এবং কৃষি বিজ্ঞান কেন্দ্রের প্রধান ড. হিমাংশু মিশ্র, সহকারী কৃষি আধিকারিক ড. রাহুল চক্রবর্তী, এডিও আরিশ্মিতা গগৈ, ডিডিএম নাবার্ড ড. রবিশঙ্কর সিংহ এবং আইএফএফসিও বরাক উপত্যকার প্রধান রেহান রাজা।
এছাড়া, এফসিআই বরাক উপত্যকার প্রধান সঞ্জীব কুমার সিং এবং জেলা নেতৃত্বকারী ম্যানেজার দীনেশ কুমার গুপ্ত, অগপ দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কেএইচ বিমলেন্দু সিংহ প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সকাল ১১ টা থেকে শিলচর রামনগর টুকো কৃষি পরিষেবা গোষ্ঠীর সহযোগিতায় আয়োজিত হয়। এর অন্যতম প্রধান আকর্ষণ ছিল পিএম-কিষান পোর্টালে কৃষকদের নিবন্ধন, যার মাধ্যমে তারা সরাসরি প্রকল্পের সুবিধা গ্রহণ করতে পারবেন। এনএমএইটি সিএসএস-এটিএমএ শিলচর ডেভেলাপমেন্ট ব্লকের তারাপুর ষষ্ঠ খন্ডের অধীনে একটি দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচিও আয়োজন করা হয়। ড. আহমেদ বলেন, এটি একটি গুরুত্বপূর্ণ সচেতনতা কর্মসূচি। আমরা এখানে কিছু কৃষকদের প্রশিক্ষণ দেব। এটিএমএ-র বিভিন্ন কমিটি রয়েছে এবং আমরা এর জন্য প্রদর্শন কর্মসূচি ইতিমধ্যেই সম্পন্ন করেছি। তিনি এটিএমএ প্রকল্প, কৃষি ও উদ্যানপালন সম্পর্কে বিশদ ব্যাখ্যা দেন এবং প্রকল্পগুলির সুবিধা নিতে আগ্রহীদের সকল সহায়তার আশ্বাস দেন।