ইলেকট্রিসিটি কনজিউমার অ্যাসোসিয়েশনের অব্যাহত, কালাইনে বিক্ষোভ

বরাক তরঙ্গ, ১৩ ডিসেম্বর : প্রিপেড স্মার্ট মিটার বাতিল সহ বিভিন্ন দাবিতে সূচি অনুযায়ী ধারাবাহিক আন্দোলন চলছে অল আসাম ইলেকট্রিসিটি কনজিউমার অ্যাসোসিয়েশনের কাছাড় জেলা কো-অর্ডিনেশন কমিটির।

সোনাইয়ের পর এপিডিসিএল এর কালাইন সাবডিভিশন কার্যালয়ে বিক্ষোভ দেখান কমিটির কর্মকর্তারা বুধবার। এরপর এসডিই এর কাছে স্মারকপত্র প্রদান করে দাবি জানানো হয়, কোন অবস্থাতেই জোর করে গ্রাহকদের ঘরে প্রিপেড স্মার্ট মিটার বসানো চলবে না। স্মার্ট মিটার ব্যবস্থা চালুর পর থেকে গ্রাহকদের পূর্বের তুলনায় অনেক বেশি টাকা বিল হিসেবে প্রদান করতে হচ্ছে। এছাড়াও বিদ্যুৎ ব্যবহারের পূর্বে টাকা রিচার্জের পদ্ধতি পরিষেবা ব্যবস্থার বিরোধী। ভারতের মতো দেশে যেখানে কোটি কোটি মানুষ সরকারি অনুদানে জীবন নির্বাহ করতে বাধ্য হয় সেখানে কিভাবে অগ্রিম টাকা প্রদানের ব্যবস্থা চালু করা হচ্ছে।

ইলেকট্রিসিটি কনজিউমার অ্যাসোসিয়েশনের অব্যাহত, কালাইনে বিক্ষোভ

এ দিন কার্যালয়ের সামনে বিক্ষোভ প্রদর্শন করা হয়। বিক্ষোভ প্রদর্শন কালে সেখানে বক্তব্য রাখেন কো-অর্ডিনেশন কমিটির অন্যতম সাধারণ সম্পাদক সঞ্জীব রায়, হুসেইন আহমেদ চৌধুরী, সমরেন্দ্র দেব, সামসুল ইসলাম, হিল্লোল ভট্টাচার্য সহ বিভিন্ন বক্তা। বিক্ষোভ প্রদর্শনকালে সেখানে উপস্থিত ছিলেন সাব্বির আহমেদ, জেলা পরিষদ সদস্য তিলক চন্দ্র দাস, রুকনউদ্দিন তালুকদার, মনজিত দাস, জামিন আহমেদ, সন্দীপ শীল, জুবাইর আহমেদ, সন্দীপ দাস, অমিতাভ চক্রবর্তী, বিমলেন্দু সিনহা সহ বিশিষ্ট ব্যক্তিগণ।

Author

Spread the News