রবিবার শিলচরে আসছেন শিক্ষামন্ত্রী পেগু
বরাক তরঙ্গ, ৮ ডিসেম্বর : রাজ্যের শিক্ষামন্ত্রী ডাঃ রণোজ পেগু ১০ ডিসেম্বর রবিবার শিলচর আসছেন। শিলচর পৌঁছে শিক্ষামন্ত্রী দুপুর ২-৩০ মিনিটে সমর্থের ওরিয়েন্টেশন কার্যসূচিতে অংশ নেবেন এবং বিকেল সাড়ে তিনটায় শিলচর গ্রন্থমেলার অনুষ্ঠানে অংশ নেবেন।
এ দিন শিলচর গোপালগঞ্জের কাগুইলাং এর একটি কার্যসূচীতেও অংশ নেওয়ার কথা রয়েছে। পরদিন মন্ত্রীর বিমানযোগে আবার গুয়াহাটি ফিরে যাওয়ার কথা রয়েছে।