“কর্তব্য সে বিকাশ” কর্মসূচি উপলক্ষে জাগন্নাথ সিং কলেজে সচেতনতা সভা
বরাক তরঙ্গ, ১২ মার্চ : রাজ্যপালের উদ্যোগে শুরু হওয়া “কর্তব্য সে বিকাশ” কর্মসূচির উপর এক সচেতনতা সভা উধারবন্দ জাগন্নাথ সিং কলেজে অনুষ্ঠিত হয়। এই কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল ছাত্রছাত্রীদের দেশের প্রতি দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে সচেতন করা এবং দেশের উন্নয়নে যুবসমাজের ভূমিকা তুলে ধরা।
বুধবার কলেজের অধ্যক্ষ ড. এস সমরেন্দ্র সিংহের পৌরোহিত্যে অনুষ্ঠিত এই সচেতনতা সভায় কলেজের শিক্ষক-শিক্ষিকা, ছাত্রছাত্রী এবং আমন্ত্রিত বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এদিনের অনুষ্ঠানে বক্তাদের মধ্যে ছিলেন কলেজের ইতিহাস বিভাগের প্রধান ড. গঙ্গেশ ভট্টাচার্য, ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক তথা এনএসএস প্রোগ্রাম অফিসার ড. শ্যাম মামুদ বড়ভূইয়া, আইনজীবী মুক্তা চক্রবর্তী এবং নেহেরু যুব কেন্দ্রের একনিষ্ঠ কর্মী মিঠুন রায়।
ড. গঙ্গেশ ভট্টাচার্য বক্তব্যে দেশের জন্য নিঃস্বার্থ সেবার গুরুত্ব তুলে ধরেন। তিনি ছাত্রছাত্রীদের সমাজের উন্নয়নের জন্য সক্রিয়ভাবে অবদান রাখার আহ্বান জানান এবং বলেন যে দায়িত্বশীলতা ও নিষ্ঠার মাধ্যমে প্রত্যেক ব্যক্তি সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে পারে। তিনি উদাহরণ তুলে ধরে বলেন, নেতাজি সুভাষ চন্দ্র বসু আই,সি এস পরীক্ষায় প্রথম হয়েও অর্থ ও বিলাসবহুল জীবনযাপনের মোহ ত্যাগ করে কিভাবে দেশের জন্য জীবন উৎসর্গ করেছেন। একইভাবে স্বামী বিবেকানন্দ যুব সমাজ ও দেশের উন্নয়নে আমৃত্যু কাজ করেছেন। এই মহান মনীষীদের আদর্শে অনুপ্রাণিত হয়ে সমাজ তথা দেশের উন্নয়নে কাজ করার দায়িত্ব ও কর্তব্য পালনে ব্রতী হওয়ার জন্য ছাত্রছাত্রীদের প্রতি আহ্বান জানান ভট্টাচার্য। কলেজের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক তথা এনএসএসের প্রোগ্রাম অফিসার ড. শ্যাম মামুদ বড়ভূইয়া নাগরিক দায়িত্বের গুরুত্ব সম্পর্কে বক্তব্য রাখেন। তিনি ছাত্রছাত্রীদের দেশের প্রতি তাদের কর্তব্য পালনের অনুরোধ জানান এবং বলেন, প্রকৃত উন্নয়ন তখনই সম্ভব যখন প্রত্যেক নাগরিক তাদের মৌলিক কর্তব্য সঠিকভাবে পালন করায় এগিয়ে আসবে। এছাড়াও, তিনি সমাজ ও উন্নয়নমূলক কাজে যুবসমাজের সক্রিয় অংশগ্রহণের উপর গুরুত্ব দেন।
আইনজীবী মুক্তা চক্রবর্তী নারীদের অধিকার ও সংশ্লিষ্ট আইনি বিধান সম্পর্কে আলোচনা করেন। তিনি মহিলাদের ক্ষমতায়ন এবং সুরক্ষার জন্য বিভিন্ন আইনি ব্যবস্থার ব্যাখ্যা তুলে ধরেন। আইন সম্পর্কে সচেতনতার মাধ্যমে লিঙ্গ সমতার গুরুত্ব বোঝাতে তিনি ছাত্রছাত্রীদের সচেতন হওয়ার পরামর্শ দেন এবং মহিলাদের সামাজিক ও আইনি বিষয়ে সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান।
নেহেরু যুব কেন্দ্রের মিঠুন রায় জাতীয়তাবাদ ও জাতীয় পরিচয় সম্পর্কিত বিষয়গুলি নিয়ে আলোচনা করেন। তিনি যুবসমাজের দেশের ঐক্য সংরক্ষণ ও শক্তিশালীকরণে ভূমিকা সম্পর্কে আলোকপাত করেন এবং তাদের জাতীয় অগ্রগতির জন্য অবদান রাখার আহ্বান জানান। অনুষ্ঠানের শেষ পর্যায়ে কর্তব্য পে বিকাশ বিষয়ের উপর ছাত্রছাত্রীদের নিয়ে ক্যুইজ প্রতিযোগিতা আয়োজিত হয়।