লালমাটি বোঝাই ডাম্পার বাজেয়াপ্ত দোহালিয়ায়
মোহাম্মদ জনি, করিমগঞ্জ।
বরাক তরঙ্গ, ২৩ মার্চ : অবশেষে দোহালিয়া বনকর্মীদের হাতে ধরা পড়লো লালমাটি বোঝাই ডাম্পার। জানা গেছে, গণ অভিযোগের ভিত্তিতে করিমগঞ্জের বন বিভাগের ডিএফও চিরঞ্জিব জৈনের কড়া নির্দেশে অবৈধ লালমাটি সরবরাহ রুখতে মাঠে নামল দোহালিয়া বন বিভাগ। শনিবার দিনে এএস ১০ সি ২৪৫৩ নম্বরের একটি ডাম্পারে করে লালমাটি পাচারের খবর পেয়ে স্থানীয় বন বিভাগের রেঞ্জকর্তা প্রণব কলিতার নেতৃত্বে ডেপুটি রেঞ্জার প্রদীপ বারই বনকর্মী দিলোয়ার হোসেন ও হরচিং ইংতি প্রটেকশন বাহিনীকে সঙ্গে নিয়ে স্থানীয় দলগ্রামে হানা দিয়ে লালমাটি বোঝাই ডাম্পার গাড়িটি আটক করতে সক্ষম হন। তখন সুযোগ বুঝে গাড়ির চালক পালিয়ে যায় বলে খবর পাওয়া গেছে। পরে মাটি বোঝাই গাড়িটি নিয়ে আসা হয় দোহালিয়া বন বিভাগ কার্যালয়ে।
এ নিয়ে রেঞ্জকর্তা জানান, গাড়ির মালিক ও চালককে খুঁজে বের করে তাদের নামে সরকারি রাজস্বযুক্ত লালমাটি কেটে পাচার জনিত অপরাধে বিভাগীয় পক্ষে জরিমানা আদায় করা হবে। পাশাপাশি বন বিভাগের এহেন অভিযান অব্যাহত থাকবে। উল্লেখ্য, বৃহত্তর পাথারকান্দির স্থানে স্থানে অবৈধ ভাবে লালমাটি কেটে পাচারের বিস্তর অভিযোগ থাকলেও এক্ষেত্রে দোহালিয়া বন বিভাগ ধর পাকড়ে এগিয়ে আসলেও বাকি দু’টি ফরেস্ট রেঞ্জ যথাক্রমে পাথারকান্দি ও লোয়াইরপোয়া বন বিভাগ কার্যালয়ের নিদার্থক ভুমিকায় সচেতন মহলে স্বাভাবিক ভাবে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে।