বিকশিত ভারত, সচেতনতামুলক অনুষ্ঠান সোনাই পুরসভায়

বরাক তরঙ্গ, ১১ জানুয়ারি : বিকশিত ভারত প্রকল্পের আওতায় বৃহস্পতিবার সোনাই পুরসভা কার্য্যালয়ে সচেতনতামুলক অনুষ্ঠানের আয়োজন করা হয়।  ২০৪৭ সালের ভেতরে ভারতকে বিশ্বের অন্যতম রাষ্ট্র হিসাবে তুলে ধরতে কেন্দ্র ও রাজ্য সরকার যৌথভাবে বিকশিত ভারত অভিযান শুরু করেছেন। এই অভিযানের মূল উদ্দেশ্য হচ্ছে সরকারের  উন্নয়নমূলক অ গুলো সাধারন জনগণের কাছে তুলে ধরা।
অনুষ্ঠানে কৃষি বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগ,  পিএম সেবানিধি, পিএম কিষান,  পিএমএওয়াই, আয়ুষ্মান ভারত,  আইসিডিএস, উজালা গ্যাস কানে্কশন, জেলা শিল্প কেন্দ্র, ম্যালেরিয়া, ডেঙ্গু, যক্ষা রোগ নিয়ে সরকারের সুযোগ সুবিধা ও প্রতিকার নিয়ে বিভাগীয় আধিকারিকরা বক্তব্য রাখেন।
সরকারি প্রকল্পগুলো থেকে কেউ বঞ্চিত না হন সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।  আইসিডিএস বিভাগের তরফে জানানো হয় গর্ভবতী মহিলা ও প্রসুতি মহিলাদের সরকার ৬ হাজার টাকা করে সহায়তা করে আসছে। শিশুর পুষ্টি সাধনে ও সরকার অর্থ প্রদান করছেন। গরিব দুস্ত প্রসুতি মহিলাদের এবিষয়ে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন বিভাগীয় সুপারভাইজার। স্বাস্থ্য বিভাগের পক্ষে ডাঃ সুরেন সিংহ আয়ুষ্মান কার্ডের সুফল নিয়ে আলচনা করেন।এছাড়া শিশুর টোট কাটা তালুতে অপারেশন বিনামুল্যে করা যায় সরকারি হাসপাতালে। যক্ষারোগ নিরাময়ে বিনামুল্যে চিকিৎসা সেবা র কথাও তুলে ধরেন।

বিকশিত ভারত, সচেতনতামুলক অনুষ্ঠান সোনাই পুরসভায়

অনুষ্ঠানে লাইন ডিপার্টমেন্টের কর্মীরা নিজ নিজ বিভাগীয় প্রকল্প গুলো নিয়ে আলোকপাত করেন। অনুষ্ঠানে পুরসভার একজিকিউটিভ অফিসার কুমার গৌরব, চেয়ারম্যান শিলুরানি দাস, পুর কমিশনারগন কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের হিতাধিকারিকদের হাতে অনুজ্ঞাপত্র তুলে দেন। অনুষ্ঠানের শেষলগ্নে শপথ গ্রহন ও জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। শশঢ় পুরসভার সিপিও ইব্রাহিম আলি লস্কর, পুর কমিশনার নুর আহমেদ বড়ভূইয়া, এসএম দিলোয়ার জাহান লস্কর, নেবুল ইসলাম লস্কর, বিভাশিস রায়, পুরনেত্রীর প্রতিনিধি  সুবিনয় দাস সহ অনেকে।
প্রতিবেদক : নিপ্পু লস্কর, সোনাই।

Author

Spread the News