মৃত্যু কোনও কিছুই আটকাতে পারবে না, হাথরস কাণ্ডের পর বললেন ভোলেবাবা

১৮ জুলাই : স্বঘোষিত ধর্মগুরু ভোলে বাব হাথরসের মৃত্যুর ঘটনায় ব্যক্ত করলেন নিজের মতামত। সম্প্রতি ভোলেবাবার এক ভিডিও প্রকাশ্যে এসেছে। ভিডিওতে এই মৃত্যু মিছিল নিয়ে তিনি বলছেন, ‘ভাগ্যকে কেউ এড়াতে পারেন না। যাঁর যখন মৃত্যু লেখা আছে, কোনও কিছুই তা আটকাতে পারবে না।’ এত মৃত্যুর পরও একজন ধর্মগুরুর এহেন মন্তব্য যেন কিছুতেই মানতে পারছেন না কেউই।

স্বঘোষিত ধর্মগুরু ভোলেবাবার ভিডিওটি প্রকাশ্যে এনেছে সংবাদ সংস্থা এএনআই (ANI)। সেখানেই ভোলেবাবা বলেন, ‘ভাগ্যকে কেউ এড়াতে পারেন না। ওটা হওয়ারই ছিল। কেউ আটকাতে পারত না। এ জগতে এসেছো যখন, এক দিন ছেড়ে যেতেই হবে।’ এখানেই না থেমে তিনি আরও বলেন, এমন ঘটনার পেছনে রয়েছে বড় ষড়যন্ত্র। আমার সংস্থাকে কালিমালিপ্ত করার একটা অপচেষ্টা চলছে। আমার পূর্ণ আস্থা রয়েছে বিশেষ তদন্তকারী দল এবং বিচারবিভাগীয় কমিশনের উপর। আমার প্রত্যেক অনুরাগীও এটাই বিশ্বাস করেন যে, এক দিন সত্যিটা প্রকাশ্যে আসবেই। আমার দৃঢ় বিশ্বাস এই ঘটনার নেপথ্যে ষড়যন্ত্র রয়েছে। ষড়যন্ত্রকারীদের মুখোশ খুব শীঘ্রই খুলে দেব।’

প্রসঙ্গত, জুলাই মাসের ২ তারিখ হাথরসে ভোলেবাবার সৎসঙ্গে গিয়ে পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছিল ১২১ জনের। ঘটনা সামনে আসতেই আঁতকে ওঠেন সকলেই। অবশেষে ঘটনার ১৫ দিন পর গতকাল কাসগঞ্জের বাহাদুর নগরে আশ্রমে যান ভোলে বাবা। সেখানে তাঁর আইনজীবী এ পি সিং সাংবাদিকদের বলেন, ‘বাবা আশ্রমে এসেছেন। এখানেই থাকবেন। তিনি অন্য একটি আশ্রমে ছিলেন। ভোলে বাবা কখনওই কারও বাড়ি, হোটেল বা অন্য দেশে যাননি।’

Author

Spread the News