কাটিগড়ার ত্রাণ শিবিরে গিয়ে বানভাসিদের খোঁজ নিলেন ডিসি

অনিতা পাল, কাটিগড়া।
বরাক তরঙ্গ, ৬ জুলাই : কাটিগড়ার বন্যা পরিস্থিতির খোঁজ নিলেন জেলাশাসক রুহনকুমার ঝা। শনিবার কাছাড়ের জেলাশাসক কাটিগড়া সার্কল অফিসে গিয়ে সিও রবার্ট টুলোর সহ লাইন ডিপার্টমেন্টের কর্তাদের কাছ থেকে কাটিগড়ার সামগ্রিক বন্যা পরিস্থিতির খোঁজখবর নেন। পরে কার্যালয় থেকে বের হওয়ার সময় করইকান্দি দ্বিতীয় খণ্ডের বাসিন্দারা জেলাশাসকের কাছে তাদের জন্য গত ২৮ জুন বরাদ্দ হওয়া ত্রাণ সামগ্রী পাননি বলে অভিযোগ তুলে ধরেন। জেলাশাসক ঝা সার্কল অফিসারকে বিষয়টি যথাশীঘ্র নিষ্পত্তি করার নির্দেশ দেন।

এরপর তিনি ১৪৭৫ নং সিদ্ধেশ্বর এলপি স্কুলের ত্রাণ শিবিরে গিয়ে শিবিরে থাকা ৮টি পরিবারের সঙ্গে মত বিনিময় করেন। ত্রাণের জন্য কোনও অসুবিধা হবে না বলে বানভাসিদের আশ্বাস দেন জেলাশাসক ।

Author

Spread the News