শিলচরে দশদিনব্যাপী অসম বুক ফেয়ারের সমাপ্তি অনুষ্ঠান

দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ১০ ডিসেম্বর : জুবিন গর্গ মেমোরিয়াল অডিটোরিয়ামে দশদিনব্যাপী শিলচরের অসম বুক ফেয়ারের সমাপ্ত হল। বুধবার সমাপ্তি অনুষ্ঠানে আসাম প্রকাশনী পরিষদের সম্পাদক ও সাহিত্যিক প্রমোদ কলিতা উপস্থিত ছিলেন। তিনি বইমেলায় অংশগ্রহণের আনন্দ প্রকাশ করে বইপ্রেমী এবং লেখকদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন। ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে তোলা জরুরি বলে তিনি উল্লেখ করেন।

অনুষ্ঠানে আসাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রাজীবমোহন পন্থ, বিশিষ্ট লেখক-কবি-উপন্যাসিক ড. অমলেন্দু ভট্টাচার্য এবং ড. রোহিন দে প্রমোদ কলিতাকে অসমিয়া ফুল গামছা পরিয়ে সম্মানিত করেন এবং হাতে গ্রন্থ প্রদান করেন। উপাচার্য রাজীব মোহন পন্থ বক্তৃতায় বলেন, “বরাক উপত্যকায় শিক্ষার প্রতি মানুষের উৎসাহ অসাধারণ। এখানে লেখক ও কবির সংখ্যা বেশি, তাই বইমেলা যত বড় হবে, শুভ চিন্তাভাবনাও তত বিকশিত হবে।”

মুখ্যমন্ত্রীর অর্থনৈতিক বিভাগের উপদেষ্টা রোহিন দে বলেন, “বইমেলা নানা ধরনের জ্ঞানের বিনিময় ঘটায় এবং অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।” অমলেন্দু ভট্টাচার্য বলেন, “বই হলো মানুষের শ্রেষ্ঠ বন্ধু। বইমেলায় বিভিন্ন ধরনের বই পাওয়া যায়, যা পাঠকদের জন্য বিরাট সুবিধা। জীবনের প্রত্যেক গুরুত্বপূর্ণ উপলক্ষে বই উপহার দেওয়ার সংস্কৃতি গড়ে তুলতে হবে।” অনুষ্ঠানের শেষ পর্যায়ে অনুষ্ঠিত অঙ্কন, কবিতা পাঠ, নৃত্য এবং সঙ্গীত প্রতিযোগিতার বিজয়ীদের হাতে বিভিন্ন পুরস্কার তুলে দেন অতিথিরা। অনুষ্ঠানটি সাহিত্য ও সাংস্কৃতিক রসিকদের জন্য এক অনবদ্য মিলনস্থল হয়ে দাঁড়ায়, যেখানে বইপ্রেমীরা নতুন উদ্দীপনা নিয়ে নানান সাহিত্যকর্মের প্রতি আকৃষ্ট হন। অনুষ্ঠানের শুরুতে গনেশ বন্দনা ও রবীন্দ্র সংগীত পরিবেশনের মাধ্যমে, যা উপস্থিত দর্শকদের মনতা উদ্বেলিত করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *