বিশ্বজিৎ আচার্য, শিলচর।
বরাক তরঙ্গ, ২৮ নভেম্বর : শিলচর রেলস্টেশনের নাম পরিবর্তন করে “ভাষা শহিদ স্টেশন” ঘোষণা করার দাবিতে আবারও সরব হলো ভাষা শহিদ স্টেশন শহিদ স্মরণ সমিতি। সমিতির তরফে জানানো হয়েছে অবিলম্বে গেজেট নোটিফিকেশন প্রকাশের দাবিতে আগামী ৩০ নভেম্বর রবিবার সকাল ১১টায় শিলচরের গান্ধী ভবনে অনুষ্ঠিত হবে এক নাগরিক সভা। শুক্রবার সাংবাদিক সম্মেলনে সমিতির সদস্যরা জানান, একাদশ ভাষা শহিদদের আত্মবলিদানকে স্মরণে রেখে বাঙালিদের আত্মপরিচয়, ঐতিহ্য ও মর্যাদাকে অক্ষুন্ন রাখতেই এই গুরুত্বপূর্ণ সভার উদ্যোগ নেওয়া হয়েছে।
সমিতির বক্তব্য রেল স্টেশনের নামকরণের দাবিতে ২০০৫ সালে আন্দোলন শুরু হয়। সেই সময় স্টেশন চত্বরে তিনটি ভাষায় বোর্ডও স্থাপন করা হয়েছিল।এরপর থেকেই বরাক উপত্যকার গণদাবিকে সামনে রেখে দীর্ঘদিন ধরে লড়াই জারি রেখেছে সমিতি। তাঁরা জানান, নানা বাধা-বিঘ্ন পেরিয়ে বিষয়টি আজ এক গুরুত্বপূর্ণ পর্যায়ে পৌঁছেছে। বিশেষ করে ২০১৬ সালের ৭ নভেম্বর কেন্দ্র সরকারের দেওয়া NOCর চূড়ান্ত ফল এখনো বরাকবাসী দেখতে পায়নি।সেই শেষ দেখার দাবিতেই এবার নাগরিক সভার ডাক দেওয়া হয়েছে।
সমিতির কর্মকর্তারা বরাক উপত্যকার সর্বস্তরের মানুষকে সভায় উপস্থিত থেকে এই ঐতিহাসিক আন্দোলনকে আরও শক্তিশালী ও সফল করার আহ্বান জানিয়েছেন।


