সিভিল হাসপাতাল থেকে ১০৮ পরিষেবার অফিস স্থানান্তরের প্রতিবাদ শহর কংগ্রেসের

বরাক তরঙ্গ, ২১ ফেব্রুয়ারি : শিলচর সিভিল হাসপাতাল থেকে ১০৮ অ্যাম্বুলেন্স পরিষেবার অফিস রামনগর আইএসবিটিতে স্থানান্তরের সিদ্ধান্ত প্রত্যাহার করার দাবি জানালো শিলচর শহর কংগ্রেস। মঙ্গলবার শহর কংগ্রেসের সভাপতি অতনু ভট্টাচার্যের নেতৃত্বে এক প্রতিনিধি দল জেলাশাসকের অনুপস্থিতিতে অতিরিক্ত জেলাশাসক রাজীব রায়ের সঙ্গে সাক্ষাৎ করে বিষয়টিতে জেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

অতনুবাবুর কথায় ট্রাফিক জ্যামে এমনিতেই শহরে যান চলাচল বিপর্যস্ত। জরুরী ভিত্তিতে কোনো রোগীকে বাড়ি থেকে হাসপাতালে নিয়ে পৌঁছানো অনেক কষ্টকর ব্যাপার হয়ে পড়ে। সঙ্কটজনক অবস্থায় থাকা কোনো রোগীর জন্য এম্বুলেন্স ছাড়া তৎক্ষণাৎ হাসপাতালে পৌঁছানোর অন্য কোনো বিকল্প উপায় নেই। আর ১০৮ অ্যাম্বুলেন্স পরিষেবা হলো সাধারণ মানুষের কাছে সবচেয়ে বেশী নির্ভরযোগ্য পরিষেবা। এমন অবস্থায় ১০৮ অ্যাম্বুলেন্স পরিষেবা সিভিল হাসপাতাল থেকে রামনগর আইএসবিটিতে স্থানান্তরিত হলে শহরের রোগী এবং রোগীর পরিবারদের সীমাহীন হেনস্থা এবং দুর্দশার শিকার হতে হবে। সুতরাং অতি গুরুত্বপূর্ণ এই পরিষেবা কিছুতেই শহরের বাইরে স্থানান্তরিত করা উচিত নয় বলে স্মারকপত্রে জেলা প্রশাসনের কাছে অতিসত্বর এই সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়েছে শহর কংগ্রেস। প্রতিনিধি দলে অন্যান্যদের মধ্যে ছিলেন অভিজিৎ ধর, প্রীতম ঘোষ, ইজাজ লস্কর, তপোজ্যোতি ভট্টাচার্য, গোপাল দাস, মাখনচন্দ্র পাল প্রমুখ।

Author

Spread the News