শহিদ দিবসে ছয় বিশিষ্ট নাগরিককে সংবর্ধনা নাগরিক সংসদের

বরাক তরঙ্গ, ২১ জুলাই : মাতৃভাষা শহিদ দিবসে ছয় বিশিষ্ট নাগরিককে সংবর্ধনা জানালো বরাক নাগরিক সংসদ। রবিবার শিলচর প্রেসক্লাবে আয়োজিত শহিদ স্মরণ অনুষ্ঠানে “উনিশে-একুশে সম্মাননা পদক” ছয় জনকে প্রদান করা হয়। এ দিন অন্যান্য কর্মসূচির মধ্যে ছিল আলোচনা সভাও। “সভ্য সমাজে ভাষা নিয়ে দ্বন্দ্ব আর কত কাল?”  বিষয়ের বক্তব্য রাখেন বক্তারা। এতে উপস্থিত ছিলেন কবি-সাংবাদিক অতীন দাশ, কবি-সাংবাদিক বিজয় ভট্টাচার্য, দিলীপ কুমার প্রমুখ। শুরুতে বক্তব্য রাখেন নাগরিক সংসদের সম্পাদক শঙ্কর দে।

এ দিন অনুষ্ঠানে “উনিশে-একুশে সম্মাননা পদক” পাওয়া ছয় বিশিষ্ট ব্যক্তি হলেন খালিক চৌধুরী, মহুয়া চৌধুরী, অধ্যাপক সুব্রত দেব, সুষমা পারেখ, রূপম নন্দীপুরকায়স্থ ও সুতপা চক্রবর্তী।

Author

Spread the News