সোনাই চন্দ্রগিরি ক্লাবে শিশু দিবস উদযাপন

বরাক তরঙ্গ, ১৪ নভেম্বর : নানা কর্মসূচির মাধ্যমে শিশুদিবস পালন করল সোনাই চন্দ্রগিরি ক্লাব। মঙ্গলবার ক্লাবের  উপ-সভাপতি আইনুল হক মজুমদারের পৌরোহিত্যে অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন আলপনা রানী দাস। উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন রিয়া শর্মা ও শ্রাবণী শর্মা। অনুষ্ঠানের তাৎপর্য ব্যাখ্যা করেন  চন্দ্রগিরি ক্লাবের নারী শাখার সহ-সভানেত্রী সুমিতা দাস। কবিতা আবৃত্তি করেন মাসুদা খানম বড়ভূইয়া, হাফিজা বেগম লস্কর সহ আরও অনেকে।

সোনাই চন্দ্রগিরি ক্লাবে শিশু দিবস উদযাপন

এদিনের অনুষ্ঠানে শিশুদিবসের উপর ক্যুইজ প্রতিযোগিতা হয়। এতে অংশগ্রহণ করেন কচিকাঁচারা এবং বিজয়ীদের পুরস্কার দিয়ে উৎসাহিত করা হয়। অনুষ্ঠানে প্রাসঙ্গিক বক্তব্য রাখেন ইয়ুথ অ্যাকশন গ্রুপের সম্পাদক মিসবাউল আলম চৌধুরী, ক্লাবের সহসভাপতি আইনুল হক মজুমদার ও ক্লাবের ইয়ুথ অ্যাকশনের প্রাক্তন সভাপতি তথা বিশিষ্ট বক্তা কবীর মান্না চৌধুরী। প্রত্যেক বক্তাই  শিশুদের ঠিক কিভাবে গড়ে তুলতে হবে সে বিষয় তুলে ধরেন।

সোনাই চন্দ্রগিরি ক্লাবে শিশু দিবস উদযাপন

শিশুদের সামগ্রিক বিকাশ, শিশু শ্রমের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তোলার আহ্বান জানান প্রত্যেক বক্তা। শিশুদের শারীরিক ও মানসিক বিকাশের মাধ্যমে সমাজে পূর্ণ মানুষ গড়ে তুলতে আহ্বান জানান সবাই। শিশুদিবসের প্রেক্ষাপটে অঙ্কন প্রতিযোগিতার আয়োজন হয়, তার শংসাপত্র ও পুরস্কার ১৬ নভেম্বর শিশুদের হাতে তুলে দেওযা হবে বলে  ক্লাব কর্তৃপক্ষ জানান। এদিনের  অনুষ্ঠান পরিচালনা করেন মহাজ আহমেদ লস্কর।

Author

Spread the News