নতুন বাজারে বাইক–ম্যাজিক মুখোমুখি, আহত ১, ভাঙচুর উত্তেজিত
রাজীব মজুমদার, ধলাই।বরাক তরঙ্গ, ১৪ নভেম্বর : শুক্রবার সন্ধ্যায় ৩০৬ নং শিলচর–আইজল জাতীয় সড়কের নতুন বাজার এলাকায় ভয়াবহ এক সড়ক দুর্ঘটনা সংঘটিত হয়। শিলচর দিক থেকে আসা একটি বাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে ম্যাজিক ট্রাকের। এতে গুরুতর আহত হন বাইক চালক বামচা সিংহ। তিনি পূর্ব সোনাইর বড়খাল এলাকার বাসিন্দা ও অসম পুলিশের গৃহরক্ষী বাহিনীর কর্মী…