সময় এসেছে ভারতকে পুনর্গঠনের : প্রদীপ যোশি
গুরুচরণ বিশ্ববিদ্যালয়ের গণজ্ঞাপন বিভাগ ও বিকশিত ভারত শাখার “বক্তৃতা অনুষ্ঠান বরাক তরঙ্গ, ২২ নভেম্বর : বিকশিত ভারত গড়ে তুলতে হলে নতুন প্রযুক্তির ব্যবহার বাড়িয়ে উন্নয়নকে ত্বরান্বিত করতে হবে। শনিবার গুরুচরণ বিশ্ববিদ্যালয়ের গণজ্ঞাপন বিভাগ ও বিকশিত ভারত শাখার উদ্যোগে “Nation First: The Road Ahead for Vikshit Bharat” শীর্ষক একটি বক্তৃতা অনুষ্ঠানে এ কথা বলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক…