বরাগাঁও শহিদ স্মারকক্ষেত্রে শ্রদ্ধা নিবেদন প্রধানমন্ত্রীর
বরাক তরঙ্গ, ২১ ডিসেম্বর : রবিবার বরাগাঁও শহিদ স্মারকক্ষেত্রে উপস্থিত হয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অসম আন্দোলনের জাতীয় শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি শহিদ স্মারকক্ষেত্র পরিদর্শন করেন। প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ২০ জন শিল্পী সুধাকণ্ঠ ভূপেন হাজরিকার অমর সৃষ্টি ‘শহিদ প্ৰণামো তোমাক’ গানটি পরিবেশন করেন। প্রধানমন্ত্রী মোদির আগমনের পূর্বেই শহিদ স্মারকক্ষেত্রে উপস্থিত ছিলেন…