বার্মিজ সুপারি অটো, অল্টো, ইন্ট্রা মিলে আটক ৫ টি গাড়ি, গ্রেফতার ১১ ধলাইয়ে

বরাক তরঙ্গ, ২৩ জানুয়ারি : বার্মিজ সুপারি পাচারে এবার সামনে এল যাত্রীবাহী অটো, বিলাসী ছোট বাহন ও মিনি ট্রাকে অন্যান্য সামগ্রীর আড়ালে নতুন কৌশল। অটো, অল্টো ও ইন্ট্রা  গাড়ি দিয়ে সুপারি পাচার করতে গিয়ে দুইটি অল্টো, একটি অটো ও দুইটি ইন্ট্রা গাড়ি থেকে মোট ২৯২০ কেজি সন্দেহজনক বার্মিজ সুপারি উদ্ধার করে পুলিশ। সুপারি পাচারের সঙ্গে জড়িত পাঁচটি গাড়ির চালক ও সহ চালক মিলে ১১ জনকে গ্রেফতার করা হয়। ধৃতরা হলেন ধলাই থানা এলাকার রাজনগরের বাসিন্দ ফখর উদ্দিন লস্কর (২৬), আলতাফ হোসেন লস্কর (২৬),  আনসারুল আলম লস্কর (১৯), আনোয়ার হোসেন লস্কর (২৯), চান্নীঘাটের বাসিন্দা মিসবা উদ্দিন লস্কর (৪০), রাজঘাটের বাসিন্দা নাজিম উদ্দিন লস্কর (২৩), জয়দানপুর সেলিম উদ্দিন মজুমদার (২০),  বাহারুল ইসলাম লস্কর (৩০), বনগ্রামের বাসিন্দ মিনারুল আজিদ লস্কর (৪৩), জামালপুরের বাসিন্দা আমির উদ্দিন লস্কর (২২) ও সোনাই রাঙ্গিরঘাটের বাসিন্দা সহিদ আহমেদ লস্কর (২৭)।

ধলাই পুলিশ ধৃতদের বিরুদ্ধে  19/2023, U/S  120(B)/420/379/411/413 মামলা নথিভুক্ত করে তদন্ত শুরু করেছে। আগামীকাল ধৃতদের আদালতে সুপর্দ করা হবে বলে জানিয়েছেন ধলাই থানার অফিসার ইনচার্জ ইন্সপেক্টর মনোজ বরুয়া।
প্রতিবেদক : বিবেক দাস, ভাগা।

Author

Spread the News