ধলাইয়ে ফের লরি থেকে বার্মিজ সুপারি উদ্ধার, গ্রেফতার দুই

বরাক তরঙ্গ, ১৪ জানুয়ারি : থেমে নেই বার্মিজ সুপারি পাচারবাণিজ্য। একের পর এক পন্থা অবলম্বন করে বার্মিজ সুপারি পাচার চালিয়ে যাচ্ছে অবৈধ ব্যবসায়ীরা। এক গোপন তথ্যের ভিত্তিতে এএস-১১-ডিসি-৩৪৭৬ নম্বরের একটি ১২ চাকার ট্রাক থেকে বার্মিজ সুপারি উদ্ধার করে ধলাই পুলিশ। শনিবার ধলাই পুলিশ থানার সামনে ৩০৬ নং শিলচর-আইজল জাতীয় সড়কে নাকা চেকিং চলাকালীন সময়ে মিজোরাম থেকে আসা গাড়িতে তল্লাশি চালিয়ে ২০ ব্যাগ বার্মিজ সুপারি আটক করা হয়। আটককৃত বার্মিজ সুপারির পরিমান প্রায় ১২০০ কেজি হবে বলে অনুমান করা হচ্ছে। বার্মিজ সুপারিগুলো গাড়ির গোপন চেম্বার থেকে বেরিয়ে আসে বলে জানা যায়।

ধলাইয়ে ফের লরি থেকে বার্মিজ সুপারি উদ্ধার, গ্রেফতার দুই

বার্মিজ সুপারি পাচারের সঙ্গে জড়িত চালক সহ দু’জনকে আটক করেছে পুলিশ। ধৃত চালক কালাইন থানা এলাকার ভাটগ্রামের বাসিন্দা হাবিবুর রহমান তফাদারের ছেলে ফজল উদ্দিন তফাদার (৩৬) ও ধলাই থানা এলাকার রাজঘাটের বাসিন্দা অলিউল ইসলাম লস্করের ছেলে মনোরুল ইসলাম লস্কর (২৬)। পুলিশ উভয়ের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করেছে।
প্রতিবেদক : বিবেক দাস, ভাগা।

Author

Spread the News