মাতৃভাষার সম্মান রক্ষার্থে উদ্যোগী হওয়ায় অরুন্ধতী ও অলোকাকে সংবর্ধনা বিডিএফের

বরাক তরঙ্গ, ৬ নভেম্বর : বিগত পুজোর সময় বাংলায় ব্যানার লেখার অভিযোগে ব্রহ্মপুত্র উপত্যকার ২৪টি পুজো প্যান্ডেলে তাণ্ডব চালায় লাচিত সেনা এবং আসু সহ বিভিন্ন উগ্র জাতীয়তাবাদী সংগঠন। মাতৃভাষার এই অপমানের বিরুদ্ধে প্রতিবাদ সাব্যস্ত করতে একটি নাগরিক সভার ডাক দেন অরুন্ধতী গুপ্ত ও অলোকা দেব নামের দুই গৃহবধূ তথ্য সমাজকর্মী। মূলতঃ তাঁদের যৌথ উদ্যোগেই এই প্রক্রিয়ায় শরিক হন এই উপত্যাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং তারই পরিনতিতে আয়োজিত হয় একটি প্রতিবাদী গণধরনা কর্মসূচি। ভাষা জননীর সম্মান রক্ষার্থে এই দুই সমাজকর্মীর এই সাহসিক উদ্যোগকে মান্যতা দিতে শিলচর প্রেস ক্লাবে তাঁদের সংবর্ধনা দিল বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট।

সোমবার তাদের হাতে পুষ্পস্তবক তুলে দেন বিডিএফ আহ্বায়ক হৃষীকেশ দে ও জয়দীপ ভট্টাচার্য। এরপর বিডিএফ সদস্যদের পক্ষ থেকে তাদের হাতে মানপত্র তুলে দেন উপস্থিত বিডিএফ এর সদস্যরা।

পরে সাংবাদিকদের সামনে বক্তব্য রাখতে গিয়ে বিডিএফ মুখ্য আহ্বায়ক প্রদীপ দত্তরায় বলেন, এই প্রতিবাদী কর্মসূচি নেবার দায়িত্ব ছিল স্বীকৃতি প্রাপ্তি রাজনৈতিক দল তথা উপত্যাকার মাতৃভাষা প্রেমী সংগঠন গুলির। এই দায়িত্ব পালিত না হলেও এই ব্যাপারে ‘আশ্বাস’ এনজিওর সঙ্গে যুক্ত এই দুই গৃহবধূ যেভাবে স্বপ্রনোদিত হয়ে এগিয়ে এসেছেন নাগরিক সভার ডেকেছেন এবং তাঁকে সফল করে তুলতে অক্লান্ত পরিশ্রম করেছেন তা অভাবনীয় এবং তাঁর জন্য রাজ্যের আপামর বাংলাভাষীদের পক্ষ থেকে তাঁরা তাঁদের অভিনন্দন জানাচ্ছেন।‌ প্রদীপবাবু বলেন, এখনকার যুব প্রজন্ম যেভাবে আত্মমগ্ন এবং এসব বিষয়ে উদাসীন সেখানে এই দুই গৃহবধূর এই উদ্যোগ শুধু প্রশংশনীয় নয় এটি বরাকের ইতিহাসের এক উজ্জ্বল অধ্যায় হিসেবে বিবেচিত হবে।

Author

Spread the News