বারুণী স্নান, বরাকের দুই পারে জনজোয়ার

বারুণী স্নান, বরাকের দুই পারে জনজোয়ার

বরাক তরঙ্গ, ৬ এপ্রিল : প্রতি বছরের মত এবছরও বরাক উপত্যকার ঐতিহ্যবাহী শ্রীশ্রী সিদ্ধেশ্বর শিবমন্দির কপিলাশ্রমে আজ মধুকৃষ্ণা ত্রয়ােদশী তিথিতে শুরু হল বারুনী স্নান। শনিবার সকাল থেকেই শুরু হয়েছে বরাক নদী ঘাটে ভক্তদের ভিড়। এ দিন সকাল ৭টা ২৩ মিনিটে মধুকৃষ্ণা ত্রয়োদশী তিথি শুরু হয় এবং রবিবার ভোর ৪টা ৫৯ মিনিট পর্যন্ত এই তিথি বহাল থাকবে।

এই তিথিতে বরাক নদী বুড়িগঙ্গায় রূপান্তরিত হয় আর মধুকৃষ্ণা ত্রয়োদশীর শতভীষা নক্ষত্রে এখানে অর্থাৎ বারুনীর ঘাটে স্নান করলে মহাপূণ্য অর্জিত হয়। পৌরানিক এই বিশ্বাস-কে সামনে রেখে প্রতি বছর কাটিগড়ার বারুনী ময়দান ও ওপারের শ্রীশ্রী সিদ্ধেশ্বর শিব মন্দির কপিলাশ্রম হয়ে উঠে মহামিলন ক্ষেত্র। বরাক তো বটেই প্রতিবেশী রাজ্য মেঘালয়, মণিপুর, ত্রিপুরা ইত্যাদি থেকে হাজার হাজার ভক্তপ্রাণ মানুষ এখানে এসে সামিল হন, করেন পূন্যস্নান। শুধু পুণ্যস্নানই নয়, পুর্ব পুরুষের আত্মার সদগতি কামনায় করা হয় তর্পন। বিসর্জিত হয় অস্তি।

Author

Spread the News