বদরপুর-মাছিমপুর জিপির গুরুত্বপূর্ণ পদে স্বামী-স্ত্রী

দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ১ জুলাই : পঞ্চায়েত নির্বাচন এবং পঞ্চায়েত সভাপতি নির্বাচনে ব্যতিক্রম এক ঘটনার সাক্ষী হল কাছাড় জেলা। গ্রাম পঞ্চায়েতের দু’টি গুরত্বপূর্ণ পদে রয়েছেন স্বামী-স্ত্রী। একজন আঞ্চলিক পঞ্চায়েত সদস্য়া পদে আরেকজন জিপি সভাপতি পদে মনোনীত হন। মঙ্গলবার শিলচর ব্লকে বদরপুর-মাছিমপুর জিপির সভাপতি নির্বাচন হয়। এবং এই নির্বাচনে আবুল হোসেনকে দশটি গ্রুপের নির্বাচিত সদস্যরা সভাপতি হিসেবে মনোনয়ন করলেন। আঞ্চলিক পঞ্চায়েত সদস্য হিসাবে নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন ইয়াসমিন সুলতানা। বিজেপির টিকিটে তিনি বিপুল ভোটে জয়লাভ করেন। এই দুই প্রার্থী স্বামী স্ত্রী। পঞ্চায়েত সভাপতি হিসেবে আবুল হোসেন এবং আঞ্চলিক পঞ্চায়েত সদস্য হিসাবে ইয়াসমিন সুলতানের গোটা এলাকায় খুশির হাওয়া বইছে।

স্বামী-স্ত্রীর মধ্যে একই পঞ্চায়েতে দু’টি গুরুত্বপূর্ণ পদ, এলাকার উন্নয়ন এবং দুর্নীতির প্রভাব কি পড়বে, এর উত্তরে স্বামী আবুল হোসেনের বক্তব্য- যতটুকু জনগণ দিয়েছেন তাতেই খুশি। এক ঘরে দুই দায়িত্ব, বেশি দিতে চাইলে আর দায়িত্ব নেব না।গত পঞ্চায়েত রাজের সময়কালে সভাপতি ছিলাম, মানুষের নিশ্চয়ই পছন্দ হয়েছে ফলে পঞ্চায়েত সভাপতি হিসেবে গ্রুপ সদস্যরা মনোনয়ন করেছেন। বিজেপির ডবল ইঞ্জিনের সরকারের প্রতিফলন এই পঞ্চায়েতে দেখতে পাবেন জনগণ। জনসাধারণের ভরসা ভাঙ্গার প্রশ্নই উঠে না। স্ত্রী ইয়াসমিনের বক্তব্য – উন্নয়নমূলক সব কাজ স্বামী করলেও কাজে নজর থাকবে। এবং এলাকার উন্নয়নে যতটুকু সম্ভব এগিয়ে নিয়ে যাবেন।

বদরপুর-মাছিমপুর জিপির গুরুত্বপূর্ণ পদে স্বামী-স্ত্রী

Author

Spread the News