মাতৃভূমিকে স্বীকৃতিস্বরূপ সম্মাননা প্রদান মাস্টার্স গেমস অ্যাসোসিয়েশনের

বরাক তরঙ্গ, ১১ সেপ্টেম্বর : দক্ষিণ কাছাড়ের খেলাধুলার পাশাপাশি সাংস্কৃতিক ঐতিহ্যকে ধরে রাখতে আপ্রাণ প্রয়াস চালাচ্ছে স্বনামধন্য বেসরকারি সামাজিক সংস্থা মাতৃভূমি। রবিবার ৩২ দলের ৪১ দিনের ফুটবল আসর সুষ্ঠুভাবে সম্পন্ন করে গোটা দক্ষিণ কাছাড় ও জেলা ক্রীড়া সংস্থার প্রশংসা খুড়িয়ে  নেয় ধলাইয়ের মাতৃভূমি সংস্থা। সংস্থার এই প্রয়াসের স্বীকৃতি স্বরূপ সম্মাননা প্রদান করল কাছাড় মাস্টার্স গেমস অ্যাসোশিয়েশন। রবিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে মাতৃভূমি সামাজিক সংস্থাকে স্মারক সম্মাননা প্রদান করে সম্মানিত করেন মুখ্য পৃষ্ঠপোষক বাবুল হোড় ও সভাপতি চন্দন শর্মা। তাঁরা সংস্থার সভাপতি সিতাংশু দাসের হাতে তুলে দেন স্মারকটি।

মাতৃভূমিকে স্বীকৃতিস্বরূপ সম্মাননা প্রদান মাস্টার্স গেমস অ্যাসোসিয়েশনের
রবিবার ফুটবল ফাইনালে উপস্থিত একাংশ দর্শক।

উল্লেখ্য মাতৃভূমি জন্মলগ্ন থেকেই সামাজিক কাজকর্ম সহ সাংস্কৃতিক ও খেলাধুলাকে গুরুত্ব দিয়ে আসছে। দক্ষিণ কাছাড়ে বিভিন্ন সম্প্রদায়ের মানুষের বসবাস। তাই প্রতিটি সম্প্রদায়ের সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরতে নানা অনুষ্ঠানের আয়োজন করে যাচ্ছে। এছাড়াও বিভিন্ন সময়ে আর্থিকভাবে দুর্বল ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে নজিরও গড়ছে। বিশেষ করে গ্রামাঅঞ্চলের জনপ্রিয় খেলা ফুটবলকে আরও এগিয়ে নিতে আয়োজন করে আসছে আসরের। যাতে দক্ষিণ কাছাড়ের উঠতি ফুটবলার উৎসাহ উদ্দীপনা পেয়ে জেলা ও আঞ্চলিক স্তরে খেলতে পারে এই লক্ষ্য নিয়ে আসরের আয়োজন করে মাতৃভূমি। 

Author

Spread the News