সাইকেল আরোহীকে বাঁচাতে খাদে অটো, আহত চার মহিলাসহ কয়েকজন

বরাক তরঙ্গ, ৫ জানুয়ারি : ফের কালাইন-শিলচর সড়কে দুর্ঘটনা সংঘটিত হল। পয়লা জানুয়ারির রাতে কালাইন-শিলচর সড়কের দুর্ঘটনায় বড়যাত্রাপুরের তরতাজা যুবক লাক্সিম আহমেদ বড়ভূইয়ার মৃত্যুর শোক কাটতে না কাটতে একই এলাকায় ফের এক দুর্ঘটনায় আহত হলেন বেশ কয়েকজন অটোযাত্রী। শুক্রবার এ দুর্ঘটনাটি সংঘটিত হয়।

জানা যায়, এক সাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে খাদে পড়ে দুমড়ুে মুচড়ে যায় যাত্রীবাহী অটো। আহত হয়েছেন  কয়েকজন। আহতদের মধ্যে চারজন মহিলা রয়েছেন। আহত হন ওয়েস্ট শিলচর অ্যাকাডেমির স্টাফ জীবুন নেসা খানম নামে এক মহিলা।

উল্লেখ্য, এ দুর্ঘটনা সংঘটিত স্হানের ঢিলছোড়া দূরত্বে পয়লা জানুয়ারির রাতে সড়ক দুর্ঘটনায় আহত হয়েছিলেন তিনজন। এর মধ্যে আহত এক যুবকের বৃহস্পতিবার মৃত্যু ঘটে।
প্রতিবেদক : ঝুমি নাথ, বড়খলা।

Author

Spread the News