ঝড় ও শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্তদের সহায়তা ভাগাবাজার জামে মসজিদে কমিটির

ঝড় ও শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্তদের সহায়তা ভাগাবাজার জামে মসজিদে কমিটির

রাজীব মজুমদার, ধলাই।
বরাক তরঙ্গ, ৯ এপ্রিল : কয়েকদিনের ঝড় ও শিলাবৃষ্টিতে দক্ষিণ ধলাই এলাকার ক্ষতিগ্রস্ত গরীব অসহায় মানুষের পাশে দাঁড়াল  ভাগাবাজার জামে মসজিদ পরিচালন কমিটি। মঙ্গলবার ভাগাবাজার জামে মসজিদ মহল্লার কয়েকশ দুস্থদের মধ্যে চালের টিন বিতরণ করা হয়। এ ব্যাপারে বিস্তারিত জানাতে গিয়ে ভাগাবাজার জামে মসজিদ পরিচালনা কমিটির সম্পাদক অধ্যাপক সাবির আহমেদ চৌধুরী বলেন, ২০১০ সালে ভাগাবাজার জামে মসজিদের তত্ত্বাবধানে যাকাত কাম মিসকিন ফান্ড গঠিত হয়। ওই ফান্ডে এলাকার সামর্থ্যবান ব্যক্তিরা দান ও যাকাত দিয়ে থাকেন। আর ওই তহবিলের টাকা দিয়ে এলাকার দুস্থদের মধ্যে সহায়তা সামগ্রী বিতরণ করা হয়।

তিনি আরও জানান, প্রথমে পলিথিনের চাল থাকা এলাকার মানুষদের চালের টিনের ব্যবস্থা করেছিলেন। এছাড়া বিশেষ ভাবে সক্ষম, রোগাগ্রস্থ মানুষের চিকিৎসা বাবদ নগদ অর্থ সহায়তা ও প্রদান করা হয়। সহায়তা সামগ্রী বিতরণ শুধু বাগাবাজার এলাকায় সীমাবদ্ধ নয় কিংবা মুসলিমদের মধ্যে সীমাবদ্ধ নয়। বহুদূরান্তের গরীব দুস্থ এবং অমুসলিমদেরও প্রদান করা হয়ে থাকে।

ঝড় ও শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্তদের সহায়তা ভাগাবাজার জামে মসজিদে কমিটির

অধ্যাপক সাবির আহমেদ চৌধুরী এও জানান, হাজারেরও অধিক মানুষকে কম্বল বিতরণ করা হয়েছে। উন্নত মানের নেটের মশারিও বিতরণ করা হয়েছে হাজারেরও অধিক মানুষের মধ্যে। করোণা মহামারির সময় এই তহবিল থেকে দোস্তদের মধ্যে সহায়তা সামগ্রী বিতরণ করা হয়েছিল। দু’বছর থেকে রমজান মাসে দুস্থরা যাতে সুষ্ঠু সুন্দরভাবে রোজা পালন করতে পারেন তাই চাল, ডাল, তেল, চানা, মটর, মশলা ইত্যাদি রেশন সামগ্রী হাজারেরও অধিক মানুষকে বিতরণ করা হয়।

ঝড় ও শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্তদের সহায়তা ভাগাবাজার জামে মসজিদে কমিটির

গত কয়েকদিনের প্রবল ঝড় ও শিলাবৃষ্টিতে দক্ষিণ ধলাই এলাকার অধিকাংশ বাড়ির চালের টিন ঝাঁজরা হয়ে গিয়েছে। আবার অনেকের কুঁড়েঘর ঝড়ে উড়ে গিয়েছে। সামনেই ঈদ তাই অসহায় মানুষ ঈদ করবেন নাকি নিজেদের কুঁড়েঘর ঠিক করবেন দুটানায় রয়েছেন মানুষ। এমন অবস্থায় ভাগাবাজার যাকাত কাম মিসকিন ফান্ডের তহবিল থেকে গুয়াহাটি থেকে আড়াইশো বান্ডিল টিন এনে আজ বিতরণ করা হয়। টিন বিতরণ কর্মসূচিতে ভাগাবাজার জামে মসজিদ পরিচালন কমিটির অন্যান্য কর্মকর্তা ও এলাকার যুবকরা উপস্থিত ছিলেন।

Author

Spread the News