আসাম বিশ্ববিদ্যালয়ের আন্তঃ কলেজ ক্রিকেট টুর্নামেন্টে শুরু
বরাক তরঙ্গ, ১৭ জানুয়ারি : ফুটবলের পর শুরু হল আসাম বিশ্ববিদ্যালয়ের ১১ তম আন্তঃ কলেজ ক্রিকেট টুর্নামেন্ট। বুধবার উদ্বোধনী ম্যাচে আয়োজক আসাম বিশ্ববিদ্যালয় ৫ উইকেটে হারিয়ে দেয় হাইলাকান্দির এস এস কলেজকে। বিশ্ববিদ্যালয় স্পোর্টস কমপ্লেক্সে আয়োজিত এদিনের ম্যাচের প্রথমে টসে জিতে ব্যাট ঘুরিয়ে ১৬.৪ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৪৯ রানের টার্গেট খাড়া করে এস এস কলেজ। তাদের ব্যাটারদের মধ্যে মণিষ রায় ৩৩ বলে ৭১, কবির আহমেদ ৯ বলে ১৮ এবং সিদ্বার্থ চক্রবর্তী ১৩ (অপরাজিত) রান করেন। প্রতিপক্ষের বোলারদের মধ্যে আবরারুল হক মজুমদার ৩টি এবং মুজাম্মেল হোসেন ও জাভেদ আহমেদ মজুমদার ২টি করে উইকেট লাভ করেন।
জবাবে মাত্র ৫ উইকেট হারিয়ে টার্গেট অতিক্রম করে নেয় আসাম বিশ্ববিদ্যালয় দল। ব্যাট হাতেও মুজাম্মেল হোসেন দারুণ ফর্মে ছিলেন। ২৪ বলে ৪৯ রানে অপরাজিত থাকেন তিনি। এছাড়া দীনেশ কর্মকার ৩৭ এবং প্রসেনজিৎ কুমার সাহা ১৫ রান করেন। হাইলাকান্দির বোলারদের মধ্যে ২ উইকেট লাভ করেন দেবর্ষি চক্রবর্তী।
এদিনের শুরুতে অতিথি হিসেবে উপস্থিত হয়ে খেলোয়াড়দের সঙ্গে পরিচিত হন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক রাজীবমোহন পন্থ, স্পোর্টস বোর্ডের ভারপ্রাপ্ত সঞ্চালক অধ্যাপক এম গঙ্গাভুষন, উপ সঞ্চালক ড০ তপোধীর আচার্য, কে আনন্দ কুমার সিংহ, নিরঞ্জন দাস প্রমুখ। খেলা পরিচালনা করেন বিজেন্দ্র প্রসাদ সিং ও হারাণ দাস।
প্রতিবেদক : ইকবাল লস্কর, শিলচর।