অসীমের সফলতা বরাকের ছেলে মেয়েদের উৎসাহিত করবে : নীহাররঞ্জন

বরাক তরঙ্গ, ৯ নভেম্বর : ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমির পরীক্ষায় সর্বভারতীয় স্তরে ৫০ তম স্থান অর্জন করা বরাকের কৃতী সন্তান পাঁচগ্রামের বাসিন্দা অসীম দাসকে উষ্ণ সংবর্ধণা জানালো শিলচর সাব ডিভিশনাল এসসি ডেভেলাপম্যান্ট বোর্ড। বৃহস্পতিবার সন্ধ্যায় বোর্ডের চেয়ারম্যান আইনজীবি নীহাররঞ্জন দাস অসীমের পাঁচগ্রামের বাড়িতে গিয়ে পুষ্পস্তবক, উত্তরীয় ও উপহার সামগ্রী দিয়ে তাকে সংবর্ধিত করেন। 

এদিন নীহাররঞ্জন দাস বলেন বরাক উপত্যকার একটা প্রত্যন্ত অঞ্চল পাঁচগ্রাম থেকে এনডিএ-র মতো একটি কঠিন পরীক্ষায় বসে সর্বভারতীয় স্তরে ৫০ তম স্থান দখলের মাধ্যমে সফলতা অর্জন করা চাট্টিখানি কথা নয়। তিনি বলেন অসীম দেখিয়ে দিয়েছে জীবনে কিছু করতে হলে অধ্যবসায়ের সাথে সাথে একগ্রতা ও ইচ্ছাশক্তি অত্যন্ত জরুরী। তাঁর এই সাফল্যে আমরা অত্যন্ত আনন্দিত এবং আমরা মনে করি তাঁর এই সাফল্য বরাক উপত্যকার আরও ছেলে মেয়েদের উৎসাহিত করবে। তিনি বলেন এটা একটা অসাধারণ সাফল্য । অসীমকে বরাকের সম্পদ উল্লেখ করে তিনি তাঁর মঙ্গল কামনা সহ উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনা করেছেন। 

ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমির পরীক্ষায় ৫০ তম স্থানাধিকারী পাঁচগ্রামের অসীমকে সংবর্ধণা দিল এস সি ডেভেলাপম্যান্ট বোর্ড

উল্লেখ্য এদিন একই সঙ্গে বৃহত্তর আসাম বাঙালি উন্নয়ন সমিতি কাছাড় জেলা কমিটির পক্ষ থেকেও অসীম দাসকে সংবর্ধণা জানানো হয়। সংস্থার সাধারণ সম্পাদক অবিনাশ জগজ্যোতি ও প্রচার সম্পাদক কমলেশ দাশ সন্ধ্যায় অসীমের বাসভবনে গিয়ে তাকে সংবর্ধিত করেন। বরাক উপত্যকার কৃতী সন্তান অসীমের অসাধারণ সাফল্যে তারা গর্ববোধ করছেন বলে জানান। অসীমের বাবা অনিমেষ দাস ও মাতা প্রতিমা রানী দাসকে উপত্যকার গর্বিত পিতা মাতা বলে আখ্যায়িত করেন অবিনাশ ও কমলেশ। 

এদিকে অসীম জানায় ছোটবেলা থেকেই পাইলট হওয়ার স্বপ্ন ছিল তার। অবশেষে দশম ও একাদশ শ্রেণিতে পড়ার সময় প্রথম সর্বভারতীয় স্তরে এই সব পরীক্ষা সম্পর্কে জানতে পেরে প্রস্তুতি নিতে শুরু করে সে। চার লক্ষাধিক পরীক্ষার্থী লিখিত পরীক্ষায় বসেছিল, তারপর ইন্টারভিউতে প্রায় আট হাজার জনকে ডাকা হয়। বিগত ২৬ অক্টোবর একটি মেরিট লিস্ট বের হয়, এরমধ্যে ৬২৮ জনকে বেছে নেওয়া হয়। তারমধ্যে ৫০ তম স্থান অধিকার করেছে সে। অসীম আরও জানায় এখন তিন বছর চলবে এনডিএ-তে তার প্রশিক্ষণ। একই সঙ্গে বি-টেক কোর্স করানো হবে তাকে। তারপর আরও এক বছর এয়ারফোর্স অ্যাকাডেমিতে তাঁকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে। কোর্স শেষ করার পর বিমান বাহিনীর ফ্লাইং অফিসার হিসাবে আনুষ্ঠানিক ভাবে সে কাজে যোগদান করবে বলে জানায় অসীম। 

Author

Spread the News