মঙ্গলবার আছিমগঞ্জে মাদক বিরোধী র্যালি ও সচেতনতা সভা
বরাক তরঙ্গ, ১১ ডিসেম্বর : করিমগঞ্জ জেলা সিভিল সোসাইটির উদ্যোগে পাথারকান্দি এন্টি-ড্রাগস্ সোসাইটির ব্যবস্থাপনায় ভয়াবহ মাদকের বিরুদ্ধে গণ সচেতনতা ও প্রতিরোধ গড়ে তুলতে মঙ্গলবার এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সহ এলাকার স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠনের সহযোগিতায় পাথারকান্দির বিধানসভার বৃহত্তর আছিমগঞ্জ এলাকায় এক মাদক বিরোধী র্যালি সহ এক জনসভার আয়োজন করা হয়েছে।
জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কাছাড় ক্যান্সার হাসপাতালের ডাঃ রবি কান্নান।সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন করিমগঞ্জ জেলা আয়ুক্ত মৃদুল যাদব, পুলিশ সুপার পার্থপ্রতিম দাস, দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক সিদ্দেক আহমদ, পাথারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পাল প্রমুখ।নির্ধারিত কার্যসূচি অনুযায়ি মঙ্গলবার বিকাল দুই টায় বের হবে মাদক বিরোধী সচেতনতা র্যালি। র্যালি শেষে সন্ধ্যা পাঁচটায় অনুষ্ঠিত হবে মাদক বিরোধী প্রকাশ্য জনসভা। সভায় পৌরোহিত্য করবেন করিমগঞ্জ সিভিল সোসাইটির সভাপতি মণ্ডলীর অন্যতম সদস্য ডাঃ মুস্তাফা আহমেদ।
র্যালি ও জনসভায় এলাকার সকল স্তরের জনগণকে উপস্থিতি থাকার জন্য আহব্বান করেছেন পাথারকান্দি এন্টি-ড্রাগস্ সোসাইটির পক্ষ থেকে অধ্যাপক সামস উদ্দিন, সিতাংশু দে ও মোহাম্মদ আবু তাহের।
প্রতিবেদক : মোহাম্মদ জনি, করিমগঞ্জ।