দোহা‌লিয়া আশ্রমে বার্ষিক অষ্টপ্রহর কীর্তন মহোৎসব ১৮ই

বরাক তরঙ্গ, ২২ নভেম্বর : পাথারকান্দির দোহা‌লিয়া গোপীনাথ মহাপ্রভূর আশ্রমে বার্ষিক অষ্টপ্রহর কীর্তন মহোৎসব অনুষ্ঠিত হবে আগা‌মী ১৮ ডি‌সেম্বর। প্রতিবারে ন‌্যায় এবারও দোহা‌লিয়া তৃতীয় খ‌ণ্ডের গোপীনাথ মহাপ্রভূর আশ্রমে বা‌র্ষিক অষ্টপ্রহর কীর্তন ও মহোৎসব পা‌লিত হ‌বে। এ নি‌য়ে বিশাল আ‌য়োজ‌নে মে‌তে উ‌ঠে‌ছেন আ‌য়োজকরা। এ নি‌য়ে সাংবা‌দিক সঙ্গে কথা বল‌তে গি‌য়ে ক‌মি‌টির কর্মকর্তারা জানান, জগ‌তের কল‌্যাণ হেতু চড়া দ্রব‌্য মূল‌্যকে সঙ্গী ক‌রে তারা কীর্তনে ব্রতী হ‌য়ে‌ছেন। আগা‌মী ৩০ অগ্রহায়ণ অর্থাৎ ১৭ ডি‌সেম্বর শুভ অ‌ধিবা‌সের ম‌ধ্যে দি‌য়ে কীর্তনের সূচনা হ‌বে। পরদিন সকাল থেকে শুরু হবে হ‌রিনাম ও লীলা সংকীর্তন। চলবে রাত অবদি। পাশাপা‌শি দিনভর চল‌বে মহাপ্রসাদ বিতরনও।

১৯ ডি‌সেম্বর দ‌ধীভান্ড ভঞ্জন নগর প‌রিক্রমা ও মহান্ত বিদায় ও মহাপ্রসাদ বিতর‌নের ম‌ধ্যে দি‌য়ে এই মহতী অনুষ্ঠানের সমা‌প্তি ‌ঘটবে।  এ‌তে হ‌রিনাম সুধা প‌রি‌বেশ‌নে রতন গোস্বামী ও সম্প্রদায়, রাধারাণী সম্প্রদায়, ভক্তি বিলাস সম্প্রদায় ও গোষ্ঠ গোপাল সম্প্রদায় অংশ গ্রহন কর‌বে। উৎসবে সব সনাতনী ভক্ত‌দের স‌ক্রিয় সহ‌যো‌গিতা সহ উপ‌স্থি‌তি কামনা ক‌রে‌ছেন আ‌য়োজকরা।
প্রতিবেদক : মোহাম্মদ জনি, করিমগঞ্জ।

Author

Spread the News