চিড়ার মধ্যে ৩০টি দেশের জাতীয় পতাকা আঁকলেন মৌ, ইন্ডিয়া বুকে নাম

বরাক তরঙ্গ, ১৮ নভেম্বর : চিড়ার মধ্যে ৩০টি দেশের জাতীয় পতাকা এঁকে ইন্ডিয়া বুক অব রেকর্ডসে নাম তুলল শালগঙ্গার মৌ দাস। শালগঙ্গা কদমতলার বিরেশ্বর সরনির মেয়ে মৌ দাস। শালগঙ্গা পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের চতুর্থ শ্রেণীর কর্মী কামেন্দ্র দাস ও শিলা দাসের মেয়ে মৌ দাস চিড়ার মধ্যে ৩০টি দেশের জাতীয় পতাকা এঁকে ইন্ডিয়া বুক অব রেকর্ডে নাম তুলেছে মৌ দাস। মৌ এই কৃতিত্বে গৌরবাম্বিত সমগ্র শালগঙ্গাবাসী।

এক একান্ত সাক্ষাৎকারে মৌ জানান, তার আদর্শ মা-বাবা। তার স্বপ্ন সুরলাহড়ি আর্ট অ্যান্ড কালচারাল মিশন নামের নিজের একটি আর্ট স্কুল আছে এই স্কুলটিকে ভবিষ্যতে আর উন্নত করে গড়ে তুলে নবপ্রজন্মকে নুতন দিশা দেখানোর।
প্রতিবেদক : দীপ দেব, শিলচর।

Author

Spread the News