নম্বর বিহীন অটোর ধাক্কায় হত পথচারী জিরিঘাটে, সড়ক অবরোধ
কে এ লস্কর, লক্ষীপুর।
বরাক তরঙ্গ, ২০ অক্টোবর : জিরিঘাটে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মৃত্যু ঘটল এক ব্যক্তির। ঘটনার প্রতিবাদে রবিবার সকাল সাতটা থেকে জিরিঘাট রাস্তা অবরোধ করে ধরনায় বসেন স্থানীয় বাগান শ্রমিকরা। তাদের দাবি ছিল খুনি অটো সহ চালককে পুলিশ হেফাজতে নিতে হবে। নিহতের পরিবারকে ক্ষতিপুরণ প্রদানেরও দাবি উত্থাপন করা হয় ধরনায়। তবে জিরিঘাট পুলিশ খুনি অটোচালক বাগখালের আতাবুর রহমানের ছেলে কালা মিয়াকে গ্রেফতার করতে সমর্থ হয়েছে। সঙ্গে তার নম্বর বিহীন অটোও বাজেয়াপ্ত করে থানায় নিয়ে গেছে। দুপুর বারোটায় জিরিঘাট থানার ওসি এবং স্থানীয়দের অনুরোধে রাস্তা অবরোধ তুলে নেন স্থানীয় বাগান শ্রমিকরা। ওসি মুকুট তালুকদার সব রকমের সহায়তার আশ্বাস প্রদান করেছেন আন্দোলন কারীদের।
উল্লেখ্য, শনিবার রাত সাত’টা নাগাদ জিরিঘাট বাগান রাস্তায় বাগান ম্যানেজারের বাংলো’র সামনে। জানা গেছে, এদিন ঐ রাস্তা দিয়ে বাড়ি ফিরছিলেন বাগান শ্রমিক রামদাস বাউরী (৬০)। হঠাৎ দ্রুতগতিতে আসা নম্বর বিহীন এক অটো তাকে সজোরে ধাক্কা মারে। ঘটনাস্থলেই সংজ্ঞাহীন হয়ে পড়ে যান গুরুতর আহত রামদাস। খবর পেয়ে জিরিঘাট বাগান পঞ্চায়েত সহ পরিবারের লোকেরা তাকে নিয়ে প্রথমে জিরিঘাট প্রাথমিক হাসপাতালে নিয়ে গেলে সেখানকার চিকিৎসকরা তাকে শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করেন। শিলচর পৌছানোর পর সেখানকার চিকিৎসকরা সিটি স্ক্যান করিয়ে আইসিইউতে নিয়ে যাওয়ার পর সেখানেই শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি।