শ্রীভূমি জেলার যুব মোর্চার প্রভারী নিযুক্ত অমিতেশ

দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ১৪ নভেম্বর : দলের প্রতি অগাধ নিষ্ঠা, ত্যাগ ও অনবদ্য নেতৃত্বের স্বীকৃতি হিসেবে বিজেপি যুব মোর্চা নেতা অমিতেশ চক্রবর্তীকে শ্রীভূমি জেলার প্রভারী হিসেবে মনোনীত করা হয়েছে। অমিতেশ চক্রবর্তী অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের প্রাক্তন সক্রিয় কর্মী ও বিজেপি যুব মোর্চা কাছাড় জেলার প্রাক্তন সভাপতি হিসেবে দীর্ঘদিন ধরে সংগঠনের বিভিন্ন দায়িত্বে নিষ্ঠার সঙ্গে কাজ করেছেন। দলের সূত্রে জানা গেছে, তাঁর অভিজ্ঞতা, সাংগঠনিক দক্ষতা ও তরুণদের সঙ্গে নিবিড় সম্পর্কই এই গুরুত্বপূর্ণ দায়িত্বে তাঁকে উপযুক্ত করে তুলেছে। বিজেপি যুব মোর্চার রাজ্য নেতৃত্বের মতে, এই পদে তাঁর নিয়োগ সংগঠনের প্রতি নতুন উদ্যম ও একতা সৃষ্টিতে বিশেষ ভূমিকা রাখবে। অমিতেশ চক্রবর্তীর নেতৃত্বে শ্রীভূমি জেলায় বিজেপি যুব মোর্চার কার্যকলাপ আরও গতিশীল ও জনমুখী হবে বলে মনে করছেন দলের কর্মী-সমর্থকরা। তাঁরা আশা প্রকাশ করেছেন, তাঁর দূরদর্শী চিন্তা ও আদর্শনিষ্ঠ কর্মনীতির মাধ্যমে তিনি সংগঠনের মূল ভাবনা ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উন্নয়নের বার্তা প্রতিটি স্তরে পৌঁছে দেবেন।

এই দায়িত্বপ্রাপ্তি সম্পর্কে প্রতিক্রিয়া জানিয়ে অমিতেশ চক্রবর্তী বলেন, এই নতুন আস্থা শুধু একটি পদ নয়, বরং এটি আমাকে আরও দায়িত্বশীল করে তুলেছে। আমি প্রতিজ্ঞাবদ্ধ যে দলের আদর্শ ও সংগঠনের মূল্যবোধকে যুব সমাজের মধ্যে ছড়িয়ে দিতে সর্বোচ্চ প্রচেষ্টা চালাব। সংগঠনের রাজ্য দপ্তরে তাঁর এই নিযুক্তির ঘোষণা হতেই শ্রীভূমি জেলা ও পার্শ্ববর্তী এলাকার বিজেপি যুব মোর্চা কর্মীদের মধ্যে উৎসাহ ও আনন্দের সঞ্চার হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *