লালনপ্রসাদ গোয়ালাকে উষ্ণ সংবর্ধনা পালংঘাট শিবদুর্গা ক্লাবের

বরাক তরঙ্গ, ২৬ সেপ্টেম্বর : বরাক ভ্যালি চা যুব কল্যাণ সমিতির নবগঠিত কমিটির সভাপতি লালনপ্রসাদ গোয়ালাকে উষ্ণ সংবর্ধনা জানালো পালংঘাট শিবদুর্গা ক্লাব।    মঙ্গলবার ডুগরুবস্তি প্রভুরাম এমই স্কুলে আয়োজিত এক অনুষ্ঠানে ক্লাবের তরফে এক সংবর্ধনা সভার আয়োজন করা হয়। সভার শুরুতে লালনকে ফুলের তুড়া, মালা, গামছা ইত্যাদি দিয়ে স্বাগত জানানো হয়। এদিন স্থানীয় শিক্ষক দেবাশিস কানুর পৌরোহিত্যে ও পরিচালিত সভায় বক্তব্য রাখেন শিক্ষক পুলক দাস, চিত্তরঞ্জন গোয়ালা, উমাকান্ত গোয়ালা, হরিহর গোয়ালা, দিননাথ গোয়ালা, শিবদুর্গা ক্লাব সচিব বাবলু দাস প্রমুখ। প্রত্যেক বক্তারাই লালন প্রসাদ গোয়ালা বরাকভ্যালি চা যুব কল্যাণ সমিতির সভাপতি হিসাবে মনোনীত হওয়ায় খুশি ব্যাক্ত করেন। এদিন বক্তব্য রাখতে গিয়ে দেবাশিস কানু বলেন, প্রয়াত মন্ত্রী দীনেশপ্রসাদ গোয়ালার পর রাজ্যস্তরে চা জনগোষ্ঠীর নেতৃত্ব দেওয়ার অভাব দেখা দিয়েছে। সেই খামতি পূরণ করতে সামাজিক ও রাজনৈতিক দিক দিয়ে চা জনগোষ্ঠীর যুবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করা প্রয়োজন।

লালনপ্রসাদ গোয়ালা বক্তব্য রাখতে গিয়ে বলেন, বর্তমানে চা-শ্রমিকেরা নানা সমস্যার সম্মুখীন। তাদের কল্যাণের স্বার্থে চা যুব কল্যাণ সমিতি একমাত্র একটি বেসরকারি সংস্থা যার পরিসর খুব বড় এবং শক্তিশালী। তাকে সমিতির সভাপতি নির্বাচিত করায় বরাক উপত্যকার চা জনগোষ্ঠীর প্রত্যেক নাগরিক ও চা শ্রমিকদেরকে সাধুবাদ জানানোর পাশাপাশি তাদের দুঃখ দুর্দশায় সবসময় পাশে থাকার প্রতিশ্রুতি দেন। তিনি ভরাখাই চা-বাগান সহ অন্যান্য বাগানের অচলাবস্থা নিয়ে সরব হন।

লালনপ্রসাদ গোয়ালাকে উষ্ণ সংবর্ধনা পালংঘাট শিবদুর্গা ক্লাবের

উল্লেখ্য, ২২ ও ২৩ সেপ্টেম্বর দরগাকোনা নাচঘরে বরাক উপত্যকা চা যুব কল্যাণ সমিতির সুবর্ণ জয়ন্তী সমারোহ পালিত হয়। ১ম দিনে দীর্ঘ ১২ বছর পর সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এবং ২য় দিনে নবগঠিত কমিটির নির্বাচিত সদস্যদের শপথ গ্রহণ সহ বিভিন্ন অনুষ্ঠান সম্পন্ন হয়। নির্বাচিত হন সভাপতি লালনপ্রসাদ গোয়ালা, সাধারণ সম্পাদক (সাংগঠনিক) গঙ্গাসাগর কর্মকার, সাধারণ সম্পাদক (প্রশাসন) বিশ্বজিৎ কৈরি, কার্যকরী সভাপতি সচীন শাহু, মুখ্য সাংগঠনিক সম্পাদক চৌধুরী চরন গৌড় ও কোষাধ্যক্ষ শিবসাগর গৌড়।
এদিকে পালংঘাট ডুগরুবস্তীর শিবদুর্গা ক্লাবের প্রতিষ্ঠাতা সম্পাদক লালনপ্রসাদ গোয়ালা বরাকভ্যালি চা যুব কল্যাণ সমিতির সভাপতি নির্বাচিত হওয়ায় বিভিন্ন মহল থেকে শুভেচ্ছা জানানো হচ্ছে।

Author

Spread the News