করিমগঞ্জে একটি মনোনয়ন বাতিল, মোট ২৪টি বৈধ

করিমগঞ্জে একটি মনোনয়ন বাতিল, মোট ২৪টি বৈধ

বরাক তরঙ্গ, ৫ এপ্রিল : ৭ নম্বর করিমগঞ্জ লোকসভা আসনে শেষ দিন পর্যন্ত মোট ২৫ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছিলেন। যার মধ্যে স্বীকৃতি প্রাপ্ত ৪টি রাজনৈতিক দলের প্রার্থী এবং বাকি ২১ জন নির্দল প্রার্থী ছিলেন। শুক্রবার স্ক্রুটিনিতে একটি মনোনয়নপত্র বাতিল হয়েছে। বিপ্লব দাস নামে এক নির্দল প্রার্থীর মনোনয়নপত্রে ত্রুটি ধরা পড়ায় বাতিল করা হয়। বাকি ২৪ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।

করিমগঞ্জে একটি মনোনয়ন বাতিল, মোট ২৪টি বৈধ

এরমধ্যে দলীয় চার প্রার্থী হলেন বিজেপির কৃপানাথ মালা, কংগ্রেসের হাফিজ রশিদ আহমদ চৌধুরী, এআইইউডিএফ দলের সাহাবুল ইসলাম চৌধুরী এবং এসইউসিআই দলের প্রজ্জ্বল সুদীপ দেব। বাকি ২১ জন নির্দল প্রার্থী হিসেবে রয়েছেন, দিলীপ কুমার, বিনয় কৃষ্ণ রায়, গোপালচন্দ্র পাল, মহম্মদ নজমুল ইসলাম লস্কর, রশিদ আহমদ লস্কর, আবদুল গফুর তালুকদার,আব্দুল হামিদ, রকিবুল হুসেইন চৌধুরী, শফিকুর রহমান হাজারী, রশিদ আহমেদ চৌধুরী, সাহেল আহমেদ, আব্দুল কালাম মজুমদার, আব্দুস সুবান তাপাদার, আব্দুল বাসিত তপাদার, দেবাশিস ঘোষ, দেবজ্যোতি নাথ, জীবেশ দেব, আহাদ উদ্দিন, আলিম উদ্দিন মজুমদার ও মুজাক্কির হোসেন লস্কর। বর্তমানে করিমগঞ্জ লোকসভা আসনে ২৪ জন প্রার্থী রয়েছেন। যদি কেউ প্রত্যাহার না করে তাহলে লড়াইয়ের ময়দানে ২৪ জনই থাকবেন।

Author

Spread the News