রাজ্যব্যাপী গরুর মাংস বিক্রির বিরুদ্ধে অভিযান, আটক ১৩৩
বরাক তরঙ্গ, ১ জুলাই : রাজ্যব্যাপী গরুর মাংস বিক্রির বিরুদ্ধে সমন্বিত অভিযান শুরু করেছে অসম পুলিশ। অসম গবাদি পশু সংরক্ষণ আইন, ২০২১-এর অধীনে একাধিক জেলায় একযোগে অভিযান চালিয়ে ১৩৩ জনকে আটক করা হয়েছে। মঙ্গলবার গুয়াহাটি, নগাঁও, চড়াইদেও, কোকারাঝাড়, দক্ষিণ কামরূপ, হাইলাকান্দি, শ্রীভূমি,
ধুবড়ি এবং ডিব্রুগড়সহ অন্যান্য জেলায় ১১২টি হোটেলে অভিযান চালানো হয়। যার ফলে সন্দেহভাজন গরুর মাংসের বড় পরিমাণ রান্না করা এবং কাঁচা মাংস বাজেয়াপ্ত করা হয়।
পুলিশের মতে, ১৩৩ জনকে আটক করা হয়েছে এবং ১০৮৪ কেজি সন্দেহভাজন গরুর মাংস বাজেয়াপ্ত করা হয়েছে। অভিযান চলাকালীন বিভিন্ন স্থানের বেশ কয়েকজন পালিয়ে যেতে সক্ষম হয়েছে।

গুয়াহাটি শহরের কাটাবাড়ি এলাকায় আজ গরচোক পুলিশ দ্বারা একটি অভিযানে ৭০ কেজিরও বেশি গরুর মাংস উদ্ধার করা হয়েছে, পুলিশ সূত্রে জানানো হয়েছে।
হাইলাকান্দি জেলা পুলিশ। তিনটি পৃথক জায়গা থেকে মোট প্রায় ৩২ কেজি সন্দেহভাজন গোমাংস জব্দ করা হয়েছে এবং পাঁচজনকে আটক করা হয়েছে এই অভিযানে। কাছাড়ে ছয়টি হোটেলে অভিযান চালানো হয়। আটজনকে আটক করা হয়। ২৪ কেজি ৫০০ গ্রাম মাংস উদ্ধার করা হয়েছে।
উল্লেখ্য, আইন গবাদি পশুর হত্যা এবং মন্দিরের নিকটবর্তী ও হিন্দু সংখ্যাগরিষ্ঠ এলাকায় গরুর মাংসের বিক্রি নিষিদ্ধ করে।